‘নিজেদের বাঁচাতে জল ছেড়ে দিচ্ছে’, ডিভিসির ভূমিকায় ক্ষুব্ধ মমতা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : একদিকে বৃষ্টি, আর অন্যদিকে ডিভিসি-র জল ছাড়া নিয়ে জলমগ্ন পরিস্থিতি হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমানের একাধিক নীচু এলাকায়। এই পরিস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ১৮ জুন থেকে এখনও পর্যন্ত প্রায় ২৭ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে ডিভিসি (DVC)। নিজেদের বাঁচাতে জল ছেড়ে দিচ্ছে, আর ডুবছে বাংলা! মুখ্যমন্ত্রীর কথায়, এনিয়ে এর আগেও প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। এমনকি নীতি আয়োগের বৈঠকেও বিষয়টি নিয়ে বলা হয়েছে। কিন্তু কাজ কিছুই হয়নি।

আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের

ডিভিসি সূত্রে খবর, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে পাঞ্চেত ও মাইথন জলাধারে জলস্তর বিপজ্জনক সীমায় পৌঁছে যাওয়ায় জল ছাড়া হয়। পাঞ্চেত থেকে ৩৬ হাজার কিউসেক এবং মাইথন থেকে আরও ৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এই জল দুর্গাপুর ব্যারাজ হয়ে দামোদর নদের মাধ্যমে প্রবেশ করছে হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে। ফলে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে খানাকুল, আরামবাগের মতো নীচু এলাকা গুলিতে।

ইতিমধ্যে ১০ জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নীচু এলাকায় ত্রাণ শিবির খোলারও নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলির কাছেও সহযোগিতার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : পিএম স্কলারশিপ স্কিমে পড়ুয়ারা পাবে ৭৫০০০ টাকা। কিভাবে আবেদন করবেন ? পদ্ধতি জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন