তীব্র ভূমিকম্পের ঝটকা , কম্পনের মাত্রা ৬.৭

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার (Indonesia Earthquake) তানিম্বার দ্বীপপুঞ্জ (Tanimbar Island)। সোমবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। যদিও ভূমিকম্পটি জোরাল হলেও সুনামির কোনও সতর্কতা এখনও জারি হয়নি।

আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের

যদিও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) তথ্য অনুসারে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। আবার জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) জানিয়েছে যে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূগর্ভের ১০ কিমি গভীরে। ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে ১৭৯ কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি হয়েছে। যদিও ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে পূর্ব ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি ছোট শহরে এই কম্পন অনুভূত হয়েছে।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় বলয়ে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়াতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই ঘটে থাকে। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল তানিম্বার দ্বীপপুঞ্জ। সেবার জারি হয়েছিল সুনামি সতর্কতাও। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন বাসিন্দারা।

আরও পড়ুন : পিএম স্কলারশিপ স্কিমে পড়ুয়ারা পাবে ৭৫০০০ টাকা। কিভাবে আবেদন করবেন ? পদ্ধতি জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন