Bangla News Dunia, Pallab : দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে চিনের সঙ্গে খোলামেলা আলোচনার আহ্বান জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সোমবার বেজিংয়ে চিনের উপরাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। দ্বিপাক্ষিক নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এক্সে একটি পোস্টে জয়শংকর বলেছেন, ‘আজ বেজিংয়ে পৌঁছানোর পর উপরাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে দেখা করে আনন্দিত। চিনের এসসিও-র সভাপতিত্বে ভারতের সমর্থনের কথা জানিয়েছি। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির কথাও উল্লেখ করেছি।’
আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের
বর্তমান বিশ্ব জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে, রাশিয়া-ইউক্রেন সংঘাত, ইজরায়েল-ইরান বিবাদ। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ। এমন পরিস্থিতিতে এশিয়ার দুই বৃহৎ শক্তির মধ্যে সুসম্পর্ক খুবই প্রয়োজনীয়। গালওয়ান সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্কের অবনতি ঘটেছিল। মাঝে কিছুটা স্বাভাবিক হলেও সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাত, দলাই লামা ইস্যুতে ভারত-চিন সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। খোলামেলা আলোচনার মাধ্যমে যাবতীয় বিবাদ মেটানোর বার্তা দিয়েছেন জয়শংকর।
বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিকে জটিল আখ্যা দিয়ে বিদেশমন্ত্রী বলেন, ‘আজ আমরা যে আন্তর্জাতিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, তা খুবই জটিল। প্রতিবেশী দেশ এবং প্রধান অর্থনীতি হিসেবে ভারত ও চিনের মধ্যে খোলামেলা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।’
ভারত-চিন সুসম্পর্কের বার্তা দিয়ে বিদেশমন্ত্রী বলেছেন, ‘ভারত এসসিওতে চিনের সভাপতিত্বকে সমর্থন করে। গত অক্টোবরে কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হচ্ছে। আমি নিশ্চিত, সেই ইতিবাচক ধারা বজায় থাকবে।’ প্রসঙ্গত, জয়শংকর ১৫ জুলাই তিয়ানজিনে এসসিও-র বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন।
আরও পড়ুন : পিএম স্কলারশিপ স্কিমে পড়ুয়ারা পাবে ৭৫০০০ টাকা। কিভাবে আবেদন করবেন ? পদ্ধতি জেনে নিন














