রোজ পাঠ করুন এই মন্ত্র ! বদলে যাবে জীবন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- প্রত্যেকেই চায় সুস্থ স্বাভাবিক ও স্বাচ্ছন্দে পরিপূর্ণ জীবন যাপন করতে। তবে প্রত্যেকের ক্ষেত্রে সেই আশা বা ইচ্ছে সবসময় পূরণ হয় না। আমাদের বিশ্বাস রাখতে হয় ঈশ্বরের উপর। সেটা স্থাপন করার অন্যতম মাধ্যম মন্ত্রোচ্চারণ। আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে  মন্ত্রে।

আমাদের মন থেকে সমস্ত দুশ্চিন্তা সহজেই মুছে যায় এবং আমরা আবার পরবর্তী দিনের জন্য এগিয়ে যাওয়ার শক্তি পাই। এই মুহূর্তে অনেকেই লক ডাউনের জন্যে নানা রকম দুশ্চিন্তায় আছেন এবং অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত হয়ে পড়েছেন, তাদের জন্য এই মন্ত্রটি বিশেষ কাজে দেবে।

yoga

সারা দিনের ক্লান্তি ও পরিশ্রমের পরে বীজমন্ত্রটি আপনি রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে বিছানার উপর বসেই উচ্চারণ করতে পারেন। দেখবেন আপনার মন শান্ত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এর ফলে ঘুম আসবে খুব তাড়াতাড়ি। অনিদ্রার সমস্যা থাকলে এই মন্ত্রটি বিশেষ লাভজনক হবে।

এই বিশেষ মন্ত্রটি হল “ওম শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ”।

মন্ত্রটি উচ্চারণ করার পাশাপাশি কিছু নিয়ম রয়েছে ——

মন্ত্রটির থেকে লাভ পেতে গেলে আপনাকে ৩৯ দিন মন্ত্রটি প্রতিরাত্রে নিয়ম করে শুতে যাওয়ার আগে জপ করতে হবে। শুতে যাওয়ার আগে শুদ্ধ হয়ে বা স্নান করে মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি জপ করার সময় অন্য বিষয়ে খারাপ ভাববেন না।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

বিশেষ বিজ্ঞপ্তি :- সারা দেশে করোনা সংক্রমন বাড়ছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত হবেন না। মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন