Bangla News Dunia, Pallab : কোটি কোটি কৃষকের মুখে ফের হাসি ফোটাতে চলেছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan) আওতায় ২০ তম কিস্তির ২০০০ টাকা এবার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। হ্যাঁ, চলতি জুলাই মাসেই ঢুকবে এই টাকা।
আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র
সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৮ জুলাই বিহারের মোতিহারী সফরের সময় এই কিস্তি দেওয়ার ঘোষণা করতে পারে। কিন্তু এই টাকা পেতে হলে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। নাহলে এই কিস্তির টাকা হাতছাড়া হয়ে যেতে পারে।
প্রতি বছর ৬০০০ টাকা তিন কিস্তিতে
প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনার আওতায় যোগ্য কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। আর এই টাকা মূলত তিনটি কিস্তিতে দেওয়া হয়। প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে। জানা গিয়েছে, জুলাইয়ের কিস্তিটি হবে ২০ তম কিস্তি। অর্থাৎ, প্রকল্প শুরুর পর একটানা ছয় বছর ধরে টাকা দিচ্ছে সরকার।
কবে আসবে ২০ তম কিস্তি?
সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, ২০ জুলাই, ২০২৫-র আগেই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে যাদের তথ্য এখনো সঠিক নয়, বা যারা e-KYC সম্পূর্ণ করেনি, তাদের ক্ষেত্রে টাকা আটকে যেতে পারে।
কারা পাবেন এই বিস্তির টাকা?
প্রথমত, এই কিস্তির টাকা পেতে গেলে e-KYC সম্পন্ন করে থাকতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে থাকতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট একটিভ থাকতে হবে এবং জমির রেকর্ড সঠিক থাকতে হবে ও মোবাইল নম্বর আপডেট থাকতে হবে। আর এসব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আগের কিস্তির মতোই নতুন কিস্তি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে।
আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের