Bangla News Dunia, Pallab : ভারত জুড়ে প্রতিদিন কোটি কোটি মানুষ ইউপিআই ব্যবহার করে। Google Pay থেকে শুরু করে PhonePe, Paytm, এই অ্যাপগুলি এখন সকলের মোবাইলে রয়েছে। আর এবার সেই ইউপিআই ব্যবস্থাতেই আসছে কড়া নিয়ম (UPI Rules)। আর এই নিয়ম না মানলে শুধু গ্রাহক নয়, বরং অ্যাপগুলিও সমস্যার মুখে পড়বে। এমনই নির্দেশ দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং এনপিসিআই।
আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র
এমনকি সমস্ত নিয়ম আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। তাই শুধু আপনি নন, বরং অ্যাপগুলিও যদি নিয়ম না মেনে চলে, তাহলে ব্যান পর্যন্ত হয়ে যেতে পারে। তাই আগেভাগেই জেনে রাখুন সমস্ত নিয়মগুলি।
এবার শুরু হবে ব্যালেন্স চেক করার গণনা
আগে দিনে যত খুশি ব্যালেন্স চেক করলেও কোনো সমস্যা হতো না। তবে এবার থেকে এক একটি ইউপিআই অ্যাপ দিয়ে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স চেক করা যাবে। আর আপনার মোবাইলে PhonePe বা Paytm, যদি দুটো অ্যাপ থাকে, তাহলে সর্বোচ্চ ১০০ বার ব্যালেন্স চেক করতে পারবেন।
দিনে ২৫ বার ব্যাংক লিঙ্ক চেক
নতুন অ্যাপে ইউপিআই সেটআপের সময় বা কোনোরকম সমস্যা হলে অনেকেই বারবার চেক করে যে, ব্যাংক অ্যাকাউন্ট মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক কিনা। তবে এবার এই লিংক চেক করা যাবে দিনে মাত্র ২৫ বার। আর প্রথমবার ইউপিআই সেটআপের সময় এই বিষয়টিকে সম্মতিও জানাতে হবে।
ব্যাংকের ব্যস্ত সময়ে চলবে না অটো-পে
নেটফ্লিক্স বা মেট্রো রিচার্জের মতো অটো পেমেন্ট যারা ইউপিআই’তে করে রেখেছেন, তাদের জন্য বিরাট নিয়ম। এবার থেকে ব্যাংকের পিক আওয়ার বা ব্যস্ত সময়ের মধ্যে অটো-পে কাজ করবে না। বরং অফ পিক আওয়ারে এই লেনদেন সম্পন্ন হবে।
পেমেন্ট আটকে গেলে তিনবার চেক করার সুযোগ
ইউপিআই লেনদেন যদি আটকে যায়, তাহলে আমরা স্বাভাবিকভাবে বারবার পেমেন্ট স্ট্যাটাস চেক করি। তবে এবার থেকে শুধুমাত্র তিনবারই কোনও আটকে যাওয়া ট্রানজেকশনের স্ট্যাটাস চেক করা যাবে। আর প্রতিবার ন্যূনতম ৯০ সেকেন্ডের ব্যবধান রাখতে হবে।
আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের