জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন ? জানুন কি কি ডকুমেন্টস লাগবে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : মোবাইল থেকেই করুন জন্ম সার্টিফিকেটের আবেদন (Delayed Birth Certificate West Bengal Online Apply 2025)। আপনার বা আপনার সন্তানের যদি এখনো জন্ম সার্টিফিকেট তৈরি না হয়ে থাকে, তাহলে দেরি না করে আজই দেখে নিন কীভাবে ঘরে বসেই আবেদন করবেন। পশ্চিমবঙ্গ সরকার জন্ম সার্টিফিকেট তৈরির প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে। এখন মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন এবং সার্টিফিকেট এপ্রুভ হলে পরে ডাউনলোডও করতে পারবেন।

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফ থেকে জন্ম মৃত্যু তথ্য নামক একটি পোর্টাল চালু করা হয়েছে। আর চিন্তার কিছু নেই — আপনার বয়স ২০ হোক বা ৬০, যেকোনো বয়সেই জন্ম সার্টিফিকেটের জন্ম আবেদন করতে পারবেন। এরজন্য উপযুক্ত কয়েকটি নথি আবেদন করার সময় দরকার পরবে। যা বিস্তারিত নিম্নে আলোচনা করা হয়েছে।

জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে- 

১) বাবা ও মায়ের ডকুমেন্টস। যদি না থাকে তাহলে, রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রারের কাছ থেকে আইডেন্টিটি প্রমাণ।

২) Permission For Delayed Registration Of Birth West Bengal সার্টিফিকেট।

৩) Form 1

৪) বয়স অনুযায়ী পেমেন্টের চালান কপি।

Permission For Delayed Registration Of Birth West Bengal Online Apply 2025

১) প্রথমে আপনাকে e District এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর রেজিস্ট্রার/লগইন এ ক্লিক করে লগইন করুন।

৩) এরপর Service > Certificate > Permission For Delayed Registration Of Birth এ ক্লিক করুন।

৪) এরপর আবেদন ফর্মটি সঠিক ভাবে ফিলাপ করে ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই হয়ে যাবে।

Permission For Delayed Registration Of Birth West Bengal Documents

Delayed Birth Certificate Permission Letter আবেদন করার সময় কয়েকটি নথি দরকার পরবে ও আবেদন করার শর্ত –

১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) Declaration By Local People For Delayed Registration Of Birth / 5 Local Person Declaration Form For Delayed Birth Certificate

৩) Verification Certificate from Pradhan/Chairman অথবা Certificates of Institutes(Hospital or Doctors) অথবা Affidavit by Petitioner।

5 Local Person Declaration Form For Delayed Birth Certificate 

শিশুর জন্মের ২১ দিনের মধ্যে জন্ম সার্টিফিকেট তৈরি না করলে, এরপর এলাকায় ৫ জন ব্যক্তির ঘোষণা বা ডিক্লারেশন জমা দিতে হয়। যেখানে সাধারণত উল্লেখ থাকে, হ্যাঁ, আমরা এই ব্যক্তিকে চিনি এবং জানি যে উনি অমুক তারিখে জন্মগ্রহণ করেছেন এই ঠিকানায় ইত্যাদি। নিচের লিংকে ক্লিক করে Declaration By Local People For Delayed Registration Of Birth আবেদন পত্রটি ডাউনলোড করে, প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করুন।

5 Local Person Declaration Form For Birth Certificate West Bengal PDF: Download

Download Birth Report Form No 1 West Bengal / Birth Certificate Form No 1 Download West Bengal / Form No 1 Birth Certificate West Bengal Pdf Download 

জন্ম মৃত্যু তথ্য পোর্টালে জন্ম সার্টিফিকেট আবেদন করার সময় Form 1 পূরণ করে অঞ্চলের প্রধান / চেয়ারম্যানের কাছ থেকে সিল ও সিগনেচার নিতে হবে – দেখুন কিভাবে Birth Certificate Form 1 ডাউনলোড করবেন।

১) প্রথমে আপনাকে জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Menu> Citizen Services > Forms > Form No 1 এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Birth Certificate Form 1 চলে আসবে, তা প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করুন।

৪) এরপর জন্ম সার্টিফিকেট আবেদন করার সময় Form 1 আপলোড করে দিন।

Payment Of Challan For Delayed Birth Certificate Registration 2025 West Bengal 

শিশুর জন্মের নির্দিষ্ট সময়সীমার মধ্যে (সাধারণত ২১ দিনের মধ্যে) যদি জন্ম সার্টিফিকেটের আবেদন না করা হয়, তাহলে তা “বিলম্বিত আবেদন অর্থাৎ Delayed Registration” বলে গণ্য হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম সার্টিফিকেট আবেদন না করলে, এক্ষেত্রে সরকার কিছু Penalty Fee বা Late Registration Fee ধার্য করে থাকে। আপনি এটি অনলাইন বা অফলাইন দুইভাবে দিতে পারেন। তবে আমরা আপনাকে বলবো নিকটবর্তী SDO অফিস থেকে পেমেন্ট করার a/c no নিয়ে, সেখান থেকে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে ব্যাঙ্কে পেমেন্ট করতে। চালান জমা দেওয়ার পর, ব্যাঙ্ক থেকে পাওয়া রিসিপ্ট কপি অবশ্যই জন্ম-মৃত্যু তথ্য পোর্টালে আপলোড করতে হবে, যাতে আবেদনটি গ্রহণযোগ্য হয় ও দেরির ফি জমার প্রমাণ থাকে।

জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন / Birth Certificate Online Apply West Bengal 2025 / Delayed Birth Certificate Online Apply West Bengal 2025

জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন করার পূর্বে উপরে উল্লেখিত ডকুমেন্টস হাতের নাগালে রাখতে হবে। দেখুন কিভাবে জন্ম সার্টিফিকেট আবেদন করবেন –

১) প্রথমে আপনাকে জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Menu> Citizen Services > Birth এ ক্লিক করুন।

৩) এরপর Delayed Birth Registration এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।

৫) এরপর সঠিকভাবে আবেদন ফর্মটি পূরণ করুন ও উপযুক্ত নথি আপলোড করে সাবমিট করুন।

৬) আবেদন হয়ে গেলে রেজিস্ট্রার মোবাইল নাম্বারে কিংবা ডিসপ্লের মধ্যে Acknowledgement Number পেয়ে যাবেন, যা দিয়ে আবেদনের স্থিতি যাচাই করা যাবে।

আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন