Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- যখন আয়ের সঙ্গে মানুষের ব্যয় যদি সমান হয়ে যায় , তখন মানুষ অত্যাধিক চিন্তিত হয়ে পড়েন। অনেক সময় এটাও দেখা যায় খুব বেশি ব্যয় হচ্ছে। যা উপার্জন করা হয় তার কিছুই সঞ্চয় হয় না। কোনও না কোনও ভাবে অর্থ ব্যয় হয়েই যায় । সঞ্চয় না হওয়ার ফলে অতিরিক্ত ব্যয় জীবনে নানা সমস্যার সৃষ্টি করে থাকে । অতিরিক্ত খরচের ফলে ধীরে ধীরে মানুষের আর্থিক অবস্থা দুর্বলহয়ে পরে। এর জন্য প্রধানত দায়ী দু’টি গ্রহ শনি এবং রাহু। এই সমস্যা আটকাতে রয়েছে কিছু প্রতিকার যা সঠিক নিয়মে পালনের মাধ্যমে ব্যয় কিছুটা অংশে হলেও কমানো যেতে পারে। চলুন প্রতিকার গুলো দেখে নেওয়া যাক।
আরো পড়ুন :- শাস্ত্র মতে , পরিবারের অর্থকষ্ট কমাতে বাড়িতে রাখুন এই জিনিস গুলি
১. শনিবার বেশ কিছুটা কালো তিল বা কালো সর্ষে প্রবাহিত জলে অথাৎ গঙ্গার ভাসিয়ে দিতে হবে।
২. কিছুটা কালো তিল চুপচাপ বাড়ির যে কোনও জায়গায় রেখে দিন। লক্ষ্য রাখতে হবে সেই তিল যেন পাখি বা কুকুরে খায়। আর কাজ করতে যেন কোনো মানুষ আপনাকে না দেখে।
৩. প্রতি দিন নারকেল গাছের গোড়ায় জল ঢালুন।
৪. যদি সম্ভব হয় তবে সপ্তাহে এক দিন যে কোনও মন্দিরে কাঁচা দুধ অর্পণ করুন।
৫. যদি সম্বভ হয় তবে প্রতি দিন কপালে কেশর ও চন্দনের তিলক লাগান।
৬. ঘরে বসেই খাবার খাবেন। যেখানে সেখানে বসে খাবার খাবেন না।
৭. একটি তামার জলপূর্ণ ঘটিতে কিছুটা কালো তিল, অল্প ঘি, চন্দন, কাঁচা দুধ এবং সিদ্ধি মিশিয়ে প্রতি দিন শিবের মাথায় ঢালুন। যদি প্রতিদিন সম্ভব না ও হয় তবে প্রতি সোমবারও করতে পারেন। এই কাজ ভক্তি শ্রদ্ধা সাথে করলে জীবনে অর্থ ব্যয়ের হার ধীরে ধীরে কমে আসবে।
আরো পড়ুন :- নিজের রাশিচক্রে ধনযোগ অথাৎ লক্ষ্মীযোগ রয়েছে কি না দেখে নিন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)
মো:- 9093476035
8906174912
অগ্রিম নাম বুকিং আবশ্যক