Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জীবনে সফলতা প্রতিটি মানুষের স্বপ্ন। নিজের জীবনে সাফল্য আনতে চেষ্টার কমতি থাকে না। জীবনের চলার পথে সব কিছুতে সাফল্য আনতে পারলে পুরো জীবন সুখের হয়ে ওঠে। কর্মক্ষেত্র থেকে সম্পর্ক সব ক্ষেত্রে সাফল্য জরুরি।
কিন্তু নিজের কিছু বাজে চিন্তা কমিয়ে দিচ্ছে সফল হওয়ার সম্ভাবনা। আপনি হয়তো না বুঝেই এই সব চিন্তা করছেন। এই চিন্তা অবচেতন মনেই আপনার কাজের গতি কমিয়ে দিচ্ছে। তাই এই ধরণের চিন্তা করা একেবারেই উচিৎ নয়।
সফল হতে চাইলে এই চারটি চিন্তা বাদ দিন —–
১. ‘যদি’ শব্দটা কথাবার্তা এবং চিন্তায় ব্যবহার করা সম্পূর্ণ বিষের মতো কাজ করে। যদি শব্দটির সঙ্গে আপনি নিজেকে ভাগ্যের ওপর ছেড়ে দেয়ার চিন্তা করে ফেলছেন। আপনার কোনো নিজস্ব চেষ্টাই থাকবে না যখন আপনি নিজের সঙ্গে ‘যদি’ শব্দটা জড়িয়ে ফেলেন।
২. একজন সফল মানুষের জীবনে অসম্ভব বলে কোনো শব্দের স্থান থাকতে পারে না। চেষ্টা না করে কোনো কাজ সম্পর্কে এই ধরণের মন্তব্য করা বা চিন্তা করা আপনাকে কাজটি করা থেকে বিরত রাখবে। আপনার সফলতার সম্ভাবনা কমে যাবে।
৩. আপনি যদি নিজে নিজে চিন্তা করে রাখেন বা ভেবে ফেলেন এটি হবে না, মনে হয় এভাবে করলে ভালো হবে না ইত্যাদি তাহলেও সে কাজটি করতে আপনি একেবারেই উৎসাহ পাবেন না।
৪. আমাদের সমাজে কিছু করলে মানুষের কথা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি নিজেকে সফলতা থেকে বঞ্চিত করবেন তখনই যখন মানুষে কি বলবে তা ভেবে নিজেকে একটি ভালো কাজ করা থেকে বিরত রাখবেন।
” আরো খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল”
বিশেষ বিজ্ঞপ্তি :- সারা দেশে করোনা সংক্রমন রুখতে হবে। এই পরিস্থিতিতে আতঙ্কিত হবেন না। মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন।