বঙ্গ সফরে মোদি, কালীবাড়িতে পুজো রাজ্য সভাপতির ! লিফলেট বিলি সুকান্তর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : দুর্গাপুরের (Durgapur) নেহেরু স্টেডিয়ামে শুক্রবার সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সবমিলিয়ে দুটি সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। তিনটে থেকে সাড়ে তিনটে পর্যন্ত তার সরকারি অনুষ্ঠান রয়েছে। সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৫২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন  করবেন। তারপরে পৌনে চারটে থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন নমো।

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

দুপুর আড়াইটে নাগাদ বিহারের মতিহারে জনসভা শেষ করে বায়ুসেনার বিশেষ বিমানে অন্ডালে কাজি নজরুল ইসলাম বিমান বন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে তিনি সড়কপথে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের জনসভায় যোগ দেবেন। তবে সভায় যোগ দেওয়ার আগে গান্ধি মোড় থেকে নেহেরু স্টেডিয়াম পর্যন্ত শেষ তিন কিলোমিটার রোডশো করবেন তিনি। মোট আটটি জায়গা থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বিজেপির কর্মী ও সমর্থকেরা। ইতিমধ্যেই শহরে এসে পৌঁছে গিয়েছেন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। শহরজুড়ে দলীয় পতাকা, ব্যানার কাটআউট লাগানো হয়েছে।

এর পাশাপাশি এদিন সকালে দুর্গাপুরে ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তার সঙ্গে ছিলেন বিধায়ক লক্ষণ ঘোড়ুই সহ বিজেপি নেতারা। অন্য দিকে, দুর্গাপুরের বেনাচিতি বাজার এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাওয়ার জন্য ব্যবসায়ী থেকে সাধারণ মানুষকে আমন্ত্রণপত্র বিলি করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বিজেপির সেই আমন্ত্রণপত্রে মা কালী ও মা দুর্গার ছবি রয়েছে বলে জানা গেছে।

বঙ্গ বিজেপি সূত্রে জানা গেছে, মোদির সভায় হাজির থাকবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকছেন না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি এদিন সকালে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে উড়ে যান। সূত্রের খবর, এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক হওয়ার কথা।

আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন