Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR (স্যর) এবার শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গেও ৷ ভারতের নির্বাচন কমিশনের সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্র বলছে যে চলতি মাসের শেষে বা অগস্ট মাসেই শুরু হবে এই প্রক্রিয়া ৷
এর আগে বিহারে এই প্রক্রিয়ায় ভোটার তালিকা আপডেট করার কাজ করে নির্বাচন কমিশন ৷ যা নিয়ে জাতীয় রাজনীতিতে বিতর্ক চরমে উঠেছে ৷ তৃণমূল কংগ্রেসের এক সাংসদ এই নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন ৷ এবার পশ্চিমবঙ্গেও সেই একই পদ্ধতিতে ভোটার তালিকা আপডেট করার কাজ শুরু হতে চলেছে ৷
নির্বাচন কমিশন
উল্লেখ্য, চলতি বছরের শেষেই বিহারে বিধানসভার নির্বাচন রয়েছে ৷ সেই ভোটে স্যর চালু করে ভোটার তালিকা আপডেট করার কাজ চলছে ৷ গত 24 জুন থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে ৷ আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেই নির্বাচনের প্রেক্ষিতে এবার বাংলাতেও শুরু হবে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (Special Intensive Revision) ৷
প্রসঙ্গত, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনেও নতুন করে ভোটার তালিকার সংশোধন করা হয় ৷ সেই সময় প্রায় 5 হাজার 840 জন ভোটারের নাম তালিকা বাদ দিয়েছিল কমিশন । তবে, তিন হাজারের বেশি ভোটারের নাম নতুনভাবে যুক্ত হয় । মূলত, নতুন প্রজন্মের ভোটার, ভোটারদের স্থানান্তর, মৃত ভোটার, ডুপ্লিকেট এপিক কার্ড নম্বর-সহ এই ধরনের নানা কারণে এই সংযোজন ও বিয়োজন হয় ভোটার তালিকায় । কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনকে রোল মডেল করে ইতিমধ্যেই বিহারে ভোটার তালিকার স্পেশাল ইনটেন্সিভ রিভিশনের কাজ চালু করে নির্বাচন কমিশন ।
এবার পুরো পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে ৷ এরাজ্যে শেষবার স্যর হয়েছিল 2002 সালে । তাই 2002 সালকে বেস ইয়ার বা ভিত্তি ধরে নিয়ে এই বিশেষ রিভিশনের কাজ শুরু করতে চায় কমিশন । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্পেশাল রিভিশনের কাজ শুরু করার জন্য চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে বলেছে নির্বাচন কমিশন । যেভাবে বিহারে এই রিভিশনের কাজ করা হয়েছে, সেই একই পদ্ধতিতে যদি পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রিভিশনের কাজ করা হয়, তাহলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে একই রকম ভাবে বহু মানুষের নাম বাদ পড়বে বলে কমিশনের এক কর্তা জানিয়েছেন ।
নির্বাচন কমিশন এই রিভিশনের কাজের জন্য কোনোভাবেই আধার কার্ড ও প্যান কার্ড-কে মান্যতা দিতে রাজি নয় । আর এই প্রক্রিয়াকেই নির্বাচন কমিশন বিহারে কার্যকর করেছে, যার ফলে সেখানেও বহু মানুষের নাম বাদ পড়েছে । তাই এই রাজ্যেও যদি একই রকম ভাবে নির্বাচন কমিশন ওই পদ্ধতিকেই ব্যবহার করে, তাহলে ভোটার তালিকা থেকে যে বহু মানুষের নাম বাদ যাবে । আগামী 24-28 শে জুলাই পর্যন্ত সারা রাজ্যের বুথ লেভেল অফিসারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে । মনে করা হচ্ছে যে অগস্টেই এই বিশেষ রিভিশনের কাজ শুরু হবে পশ্চিমবঙ্গে ।
তবে বাংলায় স্যর শুরু করার ক্ষেত্রে ইতিমধ্যেই আপত্তি তুলেছে তৃণমূল কংগ্রেস । সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ও তৃণমূলের দাবি উপেক্ষা করেই ভোটার তালিকা নিয়ে এই বিশেষ সিদ্ধান্ত কার্যকর করতে চায় কমিশন । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, ভারতের নির্বাচন কমিশনের থেকে সবুজ সংকেত মিললেই চলতি মাসের শেষে অথবা আগামী মাসেই বাংলায় ভোটার তালিকার স্পেশাল ইনটেন্সিভ রিভিশন শুরু করবে দফতর। ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে ৷
আরও পড়ুন:- পতঞ্জলির শেয়ার কেনা আছে? তাহলে সুখবর আছে, জেনে নিন
আরও পড়ুন:- ভিড় সামাল দিতে অতিরিক্ত লোকাল চলবে শিয়ালদা শাখায়, কোন রুটে কত ট্রেন ? জেনে নিন