তিন সপ্তাহ ধরে পতন শেয়ার বাজারে, কোন বিষয়গুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা ? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সপ্তাহের শেষ ট্রেডিং সেশনেও মুখ থুবড়ে পড়ল সেনসেক্স ও নিফটি৫০। এর জেরে টানা তিন সপ্তাহ পতনের ধারা অব্যাহত দেশের স্টক মার্কেটে। গত তিন সপ্তাহে দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জ সূচকের পয়েন্ট কমেছে প্রায় ৩ শতাংশ করে। এর মধ্যে সেনসেক্স কমেছে প্রায় ২৩০০ পয়েন্ট।

এ সপ্তাহের শেষ ট্রেডিং সেশন শুক্রবারে সেনসেক্স কমেছে ০.৬০ শতাংশ বা ৫০১ পয়েন্ট। এই পতনের পর বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নেমেছে ৮১ হাজার ৭৫৭ পয়েন্টে। শুক্রবার নিফটি৫০ কমেছে ০.৫৭ শতাংশ বা ১৪৩ পয়েন্টে। এর জেরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নেমেছে ২৪ হাজার ৯৬৮ পয়েন্টে।

নিফটি মিডিয়া (০.৯৬%), নিফটি মেটাল (০.৩৭%) এবং নিফটি ইন্ডিয়া ট্যুরিজ়ম (০.১৩%)— এই তিনটি সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধি হয়েছে শুক্রবার। বাকি সমস্ত সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে। এর মধ্যে নিফটি ইন্ডিয়া ডিফেন্স (২.৩২%), নিফটি প্রাইভেট ব্যাঙ্ক (১.৪৬%), নিফটি ব্যাঙ্ক (০.৯৬%), নিফটি ফিনান্সিয়াল সার্ভিস (০.৯৪%) সেক্টরাল ইনডেক্সের পতন হয়েছে সবচেয়ে বেশি। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সগুলিরও পতন হয়েছে শুক্রবার।

শুক্রবার-সহ টানা তিন সপ্তাহ ধরে শেয়ার বাজারের পতনের পিছনে একাধিক কারণ চিহ্নিত করেছেন বাজার বিশেষজ্ঞরা।

দেশের কর্পোরেট সংস্থাগুলির ফিনান্সিয়াল রিপোর্ট প্রকাশ শুরু হয়েছে। চলতি অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে অধিকাংশ সংস্থার রিপোর্টই রয়েছে দুর্বল। এর জেরে একাধিক বড় সংস্থার স্টকে উল্লেখযোগ্য পতন হয়েছে। যা সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট কমিয়েছে।

আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে ধোঁয়াশাও এই পতনের অন্যতম কারণ। এই বাণিজ্য চুক্তি নিয়ে বিভিন্ন রিপোর্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। কিন্তু অফিশিয়াল কিছু এখনও প্রকাশ্যে আসেনি।

বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মার্কেটের স্ট্রেচড ভ্যালুয়েশন সেনসেক্স, নিফটি৫০-র পতনের অন্যতম প্রধান কারণ। নিফটি-র বর্তমান পিই ২২.৬। যা গত দু’বছরের গড়ের (২২.৩) থেকে বেশি।

গত কয়েক ট্রেডিং সেশনে ক্রমাগত ভারতের বাজার থেকে টাকা সরাচ্ছেন বিদেশি লগ্নিকারীরা। ফরেন ইনভেস্টরদের বিনিয়োগ সরিয়ে নেওয়াও মার্কেট সেন্টিমেন্টে আঘাত দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- পতঞ্জলির শেয়ার কেনা আছে? তাহলে সুখবর আছে, জেনে নিন

আরও পড়ুন:- ভিড় সামাল দিতে অতিরিক্ত লোকাল চলবে শিয়ালদা শাখায়, কোন রুটে কত ট্রেন ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন