শ্রাবণে শিবের কৃপায় জীবন বদলাবে এই ৫ রাশির, অর্থভাগ্য তুঙ্গে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে। আর এই মাসকে শিবের মাস বলে উৎসর্গ করা হয়েছে। তাই জন্য এই মাসের গুরুত্ব অসীম। শ্রাবণ মাসে চন্দ্রমা মিথুন রাশিতে থাকবে। এরই সঙ্গে মালব্য রাজযোগ, বুধাদিত্য রাজযোগ ও গজকেশরী রাজযোগ তৈরি হতে চলেছে। এই রাজযোগের শুভ প্রভাব বৃষ-মিথুন সহ ৫ রাশিদের ওপর পড়়বে। এই রাশিদের উপার্জন বাড়বে, যশ-খ্যাতি আসবে এবং শিবের কৃপা পাওয়া যাবে। শ্রাবণে এই মহাযোগ ২৪ বছর পর হচ্ছে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের শ্রাবণ মাসে সুখের বন্যা বইবে। বাম্পার উপার্জন হবে। শিবের কৃপা খুব উন্নতি পাওয়া যাবে। সবদিক থেকে লাভ হবে। ধন-সম্পত্তির সুখ পাবেন। আপনি লাক্সারিয়াস জীবন কাটাতে পারবেন। ঘর-পরিবারে সুখ-সমৃদ্ধি থাকবে। সব ইচ্ছা পূরণ হবে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের গজকেশরী রাজযোগে বিশেষ লাভ হবে। এই জাতকদের উপার্জনের ভাল সুযোগ আসবে। ধন-সমৃদ্ধি ও সম্মান পাবেন। কেরিয়ারে খ্যাতি আসবে। জীবনে শুধুই খুশি ও আনন্দ থাকবে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকেরা এই মাসে অফুরন্ত অর্থ উপার্জন করবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। কোনও সফরে যেতে পারেন। শিবের কৃপায় যশ-খ্যাতি পাওয়া যাবে। স্বাস্থ্য ভাল থাকবে। অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে।

বৃশ্চিক রাশি
মালব্য রাজযোগে বৃশ্চিক রাশির জাতকদেক ঘর ও গাড়ির সুখ পেতে পারেন। জাগতিক সুখ-সুবিধা বাড়বে। আপনি বিলাসিতায় জীবন কাটাবেন। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসবে। আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। জীবনে অপ্রত্যাশিত সুখ আসবে।

ধনু রাশি
ধনু রাশির জাতকদের গজকেশরী রাজযোগে ধন-দৌলতের সঙ্গে উচ্চপদও মিলবে। আপনি অন্যদের সহযোগিতা করার জন্য এগিয়ে থাকবেন। আপনার ঝোঁক ধর্ম-কর্মের দিকে থাকবে। পুরনো সমস্যা দূর হবে। বিদেশ সফরের যোগ তৈরি হচ্ছে। সন্তান সুখ মিলবে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। বাংলা নিউস দুনিয়া এটি নিশ্চিত করে না।)

আরও পড়ুন:- রেশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এখনই এই কাজ সারুন। নয়তো রেশন লিস্ট থেকে বাতিল হবেন

আরও পড়ুন:- তিন সপ্তাহ ধরে পতন শেয়ার বাজারে, কোন বিষয়গুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন