ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম নদীবাঁধ নির্মান শুরু চিনের ! উদ্বেগ বাড়ছে ভারতের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বিশ্বের বৃহত্তম নদীবাঁধ নির্মানের কাজ শুরু করে দিল চিন। ঘটনাটি উদ্বেগ বাড়িয়েছে ভারতের, কারণ চিন বাঁধটি তৈরি করছে অরুণাচলের ভারত সীমান্তের কাছে তিব্বতে, ব্রহ্মপুত্রের উপর। সূত্রের খবর, শনিবার ইয়ার্লুং সাংপো নদের নিম্ন উপত্যকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এই বাঁধ নির্মান কর্মসূচীর সূচনা করেন চিনের প্রধানমন্ত্রী লি কুয়াং। উল্লেখ্য, ব্রহ্মপুত্র ওই অঞ্চলে ইয়ার্লুং সাংপো নামেই পরিচিত। এই প্রকল্পে আনুমানিক ১৪.৪ লক্ষ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত

কিন্তু এই খবরটি ভারতের উদ্বেগ বাড়িয়ে তুলেছে কারণ, এই বাঁধ নির্মানের ফলে অসম, অরুণাচল সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে জলসঙ্কট দেখা দিতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন একাধিক পরিবেশবিদ। অভিযোগ, ২০১৫ সাল থেকেই এই বাঁধ নির্মানের কাজ শুরু হয়েছে। এই বিষয়টি নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছে ভারত। এই প্রসঙ্গে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর দাবি, তিব্বতে ব্রহ্মপুত্রের উপর তৈরি হতে চলা এই বাঁধটি ভারতের জাতীয় নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলে দিতে পারে। এই বিষয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও বিবৃতি না দেওয়া হলেও বিষয়টি যে বেশ উদ্বেগজনক তা বলাই বাহুল্য। কারণ চিন এই বাঁধটি নির্মান করে ফেললে ব্রহ্মপুত্রের জল নিজেদের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারবে। ফলে শুধু ভারতই নয়, এর ফলে সমস্যায় পড়বে বাংলাদেশও।

অপরদিকে এই বাঁধ নির্মান পরিবেশ তথা বাস্তুতন্ত্রের পক্ষেও ক্ষতিকর বলে মনে করা হচ্ছে। কারণ ব্রহ্মপুত্র দুটি পাতের সংযোগস্থলে অবস্থিত। ফলে ওই এলাকায় নদীবাঁধ তৈরি করে নদীর স্বাভাবিক গতিপ্রবাহকে বাঁধা দেওয়া হলে ওই এলাকায় ভূমিকম্পের আশঙ্কাও তীব্র হবে। যদিও চিনের তরফে দাবি করা হয়েছে যে, এই বাঁধ নির্মানের ফলে পরিবেশের কোনও ক্ষতি হবে না কারণ তারা পরিবেশগত সব দিক বিচার বিবেচনা করেই এই বাঁধ নির্মান করছে।

আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন