মা লক্ষ্মীর কৃপা বজায় রাখতে চান ? মেনে চলুন এই টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মা লক্ষ্মীর কৃপা বজায় রাখতে চান ? মানুষ সব সময় চায় সুখে ও শান্তিতে বসবাস করতে। কিন্তু তা টাকা ছাড়া কখনো পুরোপুরি সম্ভব হয়না। অনেক প্রাচীনকাল থেকেই নানা টোটকা মানুষ ব্যবহার করে টাকার অভাব দূর করার জন্য।

পরিবারের আর্থিক অভাব দূর করতে 2১ টি চাল একটি কাগজে মুড়ে আপনার মানিব্যাগে রেখে দিন। এই ফলে আপনার পরিবারের বাড়তি খরচ কমে যাবে ও সংসারের সুখ সমৃদ্ধি ও বৃদ্ধি পাবে। পরিবারের গুরুজনদের আশীর্বাদ জনিত নোট হলুদ এবং জাফরানের মিশিয়ে মানিব্যাগে রেখে দিন। পরিবারের আর্থিক অভাব দূর করতে দেবী ধনলক্ষ্মীর ছবি বাড়িতে রাখুন এবং তা রোজ পূজো করুন। এতে অর্থ উপার্জন বাড়বে। পুরান মতে অশ্বত্থ গাছ ভীষণ শুভ।

আরো পড়ুন :- কোভিশিল্ডের এক ডোজেই কুপোকাত করোনা ? নয়া সিদ্ধান্তের পথে কেন্দ্র

তাই সেই গাছের পাতা জলে ধুয়ে আপনার মানিব্যাগে রেখে দিন। পাতাটি শুকিয়ে গেলে আবার নতুন পাতা আপনার ব্যাগে রাখুন। এই কারণে আপনার টাকার অভাব কখনো হবে না। কিন্তু ভুলেও শুকনো পাতা টি রেখে দেবেন না। তাহলে ফল বিপরীত হতে পারে। এছাড়া আপনার মনের ইচ্ছা থাকলে সেটি সাদা কাগজে লিখে লাল খামে ভরে আপনার ব্যাগে রেখে দেবেন। তাহলে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে।

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন