Warning: exif_imagetype(https://banglanewsdunia.com/wp-content/uploads/2024/08/4e19ba67-20c0-436d-8980-47222ba838b9.png): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/u842153353/domains/banglanewsdunia.com/public_html/wp-includes/functions.php on line 3338

Warning: file_get_contents(https://banglanewsdunia.com/wp-content/uploads/2024/08/4e19ba67-20c0-436d-8980-47222ba838b9.png): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/u842153353/domains/banglanewsdunia.com/public_html/wp-includes/functions.php on line 3358

হঠাৎ টাকার প্রয়োজন? মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ থাকলে ব্যাংক লোন দেবে–শর্তগুলো জেনে নিন।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হঠাৎ করে মোটা অঙ্কের টাকার দরকার হলে অনেকেই বিভিন্ন সঞ্চয় প্রকল্প ভেঙে ফেলেন। কেউ ফিক্সড ডিপোজ়িট ভেঙে নিজের প্রয়োজন মেটান, তো কেউ মিউচুয়াল ফান্ড থেকে লগ্নি সরিয়ে নেন। এর জেরে সঞ্চয় বা বিনিয়োগের লক্ষ্য নষ্ট হয়। কিন্তু আপনি কি জানেন, ইনভেস্টমেন্টের ক্ষতি না করেও ঋণ পাওয়া সম্ভব। মিউচুয়াল ফান্ডের লগ্নিকে সিকিউরিটি হিসাবে রেখে বিভিন্ন ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন পেতে পারেন আপনি। তা দিয়েই মেটাতে পারবেন জরুরি আর্থির প্রয়োজন।

Loan against Mutual Fund

মিউচুয়াল ফান্ডে লগ্নিকে সিকিউরিটি হিসাবে দেখিয়ে যে লোন নেওয়া হয় তাকেই মিউচুয়াল ফান্ড লোন বলে। এ ক্ষেত্রে আপনার মিউচুয়াল ফান্ড লগ্নিতে কোনও পরিবর্তন করা হয় না। তা ভেঙে ফেলার দরকার পড়ে না। মিউচুয়াল ফান্ডের লগ্নিকে অক্ষত রেখেই এই ধরনের লোন পাওয়া যায়। আপনি যে অঙ্কের লোন পাবেন, তার ভিত্তিতে প্রতি বছর সুদ মেটাতে হবে আপনাকে।

Different From Personal Loan

পার্সোনাল লোনের সঙ্গে মিউচুয়াল ফান্ড লোনের বেশ কিছু ফারাক রয়েছে। পার্সোনাল লোন এক ধরনের আনসিকিওরড লোন। সাধারণত রোজগার এবং ক্রেডিট স্কোরের প্রেক্ষিতে কোনও ব্যক্তিকে এই লোন দিয়ে থাকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে সিবিল স্কোর কম হলে সুদের হার হয় বেশি।

কিন্তু মিউচুয়াল ফান্ড লোন এক ধরনের সিকিওরড লোন। মিউচুয়াল ফান্ডের লগ্নির ভিত্তিতে এই লোন পাচ্ছেন। তাই এই ধরনের লোন নেওয়ার ক্ষেত্রে ক্রেডিট স্কোরের ভূমিকা কম। এ ব্যাপারে ভল্ট মানির প্রধান কপিল নাগাল বলেছেন, ‘এই ধরনের লোন পেতে ন্যূনতম ক্রেডিট স্কোরের প্রয়োজন সাধারণত হয় না। কারণ এই লোন অলরেডি সিকিওরড।’ তাই এই ধরনের লোন পাওয়া তুলনায় অনেক সহজ।

Which Bank offers MF Loan

দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড লোন দিয়ে থাকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদার মতো একাধিক ব্যাঙ্ক এই লোন দেয়।

এর পাশাপাশি টাটা ক্যাপিটাল, বাজাজ ফিনসার্ভের মতো একাধিক নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনও এই ধরনের লোন দিয়ে থাকে।

মিউচুয়াল ফান্ড লোনে সুদের হার পার্সোনাল লোনের তুলনায় বেশ কিছুটা কম হয়। যেমন এইচডিএফসি ব্যাঙ্কে মিউচুয়াল ফান্ড লোনে সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে ১০.১৩ শতাংশের মধ্যে হতে পারে। সেখানে পার্সোনাল লোনে সুদের হার থাকে ১০.৯০ শতাংশ থেকে ২৪ শতাংশের মধ্যে।

Risk of MF Loan

প্রথম সারির মিউচুয়াল ফান্ডগুলিতে লগ্নি থাকলে সহজেই এই লোন মেলে। তবে এনএফও বা অ্যাসেট ম্যানেজমেন্টের হাল খারাপ এ রকম মিউচুয়াল ফান্ডে লগ্নি থাকলে লোন পেতে সমস্যা হতে পারে। এর পাশাপাশি মিউচুয়াল ফান্ড লোন নিলে মার্জিন শর্টফলের ব্যাপারে অবশ্যই সজাগ থাকতে হবে। একটি উদাহরণ দিলে মার্জিন শর্টফলের বিষয়টি স্পষ্ট হবে।

ধরুন, আপনার মিউচুয়াল ফান্ডে ১ লক্ষ টাকা রয়েছে। এর ৫০ শতাংশ অর্থাৎ ৫০ হাজার টাকা আপনি লোন হিসাবে ব্যাঙ্ক থেকে পেলেন। কিছুদিন পর শেয়ার বাজার ডাউন থাকার জেরে আপনার মিউচুয়াল ফান্ডে লগ্নির অঙ্ক ১ লক্ষ টাকা থেকে কমে ৯৫ হাজার টাকায় নেমে গেল। এ ক্ষেত্রে আপনার শর্টফল হবে ২৫০০ টাকা। ৬ দিনের মধ্যে এই শর্টফল অ্যামাউন্ট দিতে হবে আপনার ঋণদাতাকে (ব্যাঙ্ক বা অন্য প্রতিষ্ঠান)। বাজার বিশেষজ্ঞ কপিল জানাচ্ছেন, এই টাকা না দিলে শর্টফলের দ্বিগুণ অ্যামাউন্টের টাকা আপনার মিউচুয়াল ফান্ড বিক্রি করে তুলে নিতে পারে ব্যাঙ্ক। তাই মিউচুয়াল ফান্ড লোন নিলে এই ধরনের বিষয়টি অবশ্যই নজরে রাখতে হবে।

(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- ২১ জুলাই রাস্তায় সমস্যায় পড়লে কী করবেন? জানালেন কলকাতার সিপি।

আরও পড়ুন:- পুঁই শাক কারা খাবেন না, খেলে কি কি ক্ষতি হয় ? জেনে রাখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন