Bangla News Dunia, Pallab : শেষমেষ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট (WBPSC Miscellaneous 2025) পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল। যারা বহুদিন ধরে এই পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য দারুণ সংবাদ। কিন্তু কবে হবে পরীক্ষা? চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি।
আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন
কবে হবে এই পরীক্ষা?
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ১১/২৩ নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী জানিয়েছে, এবার এই ফাইনাল পরীক্ষা ৩১ আগস্ট, ২০২৫ অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হবে। আর পরীক্ষাটি হবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত বিস্তারিত তথ্য অ্যাডমিট কার্ডেই উল্লেখ করে দেওয়া হবে।
দেখে নিন রুটিন
প্রসঙ্গত, এটি হবে একদিনের পরীক্ষা, যেখানে তিনটি আলাদা আলাদা পেপারে পরীক্ষা হবে। প্রথম পেপারে থাকবে ইংরেজি ভাষা, যে পরীক্ষাটি হবে সকাল ন’টা থেকে ১০ঃ৩০ পর্যন্ত। দ্বিতীয় পরীক্ষাটি হবে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি যেকোনো একটি ভাষার উপরে। আর এই পরীক্ষাটি হবে ১১:৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত।
তৃতীয় পেপারটি হবে জেনারেল স্টাটিজ ও অ্যারিথমেটিকের উপরে। আর এই পরীক্ষাটি হবে দুপুর ২:৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে হ্যাঁ, প্রতিটি পরীক্ষা হবে লিখিত। তাই প্রস্তুতির সময় শুধুমাত্র পড়াশোনা নয়, বরং লিখেও প্র্যাকটিস করা উচিত।
আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর