২০ বছরের যুদ্ধ শেষ, প্রয়াত ঘুমন্ত রাজপুত্র

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বিগত ২০ বছরের ধরে ঘুম ভাঙার অপেক্ষায় ছিল পরিবার। কিন্তু সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্রের আর ঘুম ভাঙল না।

আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন

প্রায় দুই দশক ধরে কোমায় ছিলেন সৌদির প্রিন্স আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ (Alwaleed bin Khaled bin Talal Al Saud)। অবশেষে শনিবার প্রয়াত হন তিনি। ১৯ জুলাই বিবৃতি দিয়ে তাঁর মৃত্যুর খবর জানিয়েছে গ্লোবাল ইমামস কাউন্সিল (Global Imams Council)। সেই বিবৃতি থেকে জানা যায় তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে রাজপরিবার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। ২০ জুলাই নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে জানাজার আয়োজন করা হবে।

তিনি ছিলেন প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের (Prince Khaled bin Talal Al Saud) জ্যেষ্ঠ পুত্র এবং বিলিয়নেয়ার ব্যবসায়ী প্রিন্স আলওয়ালিদ বিন তালালের (Prince Alwaleed bin Talal) ভাগ্নে।

উল্লেখ্য, ২০০৫ সালে লন্ডনে পড়ার সময় গাড়ি দুর্ঘটনায় (car accident) মাথায় আঘাত পেয়েছিলেন প্রিন্স আল-ওয়ালিদ। ব্রেন ইনজিওরি এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে কোমায় চলে যান তিনি। ওই সময় তাঁর বয়স ছিল ১৫ বছর। চিকিৎসকরা তখন জানিয়েছিলেন শাহজাদার সুস্থ হওয়ার আশা প্রায় নেই বললেই চলে। তাই তাঁর লাইফ সাপোর্ট (Life support) বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন তাঁরা। কিন্তু ওই পরামর্শ মানতে রাজি হননি তাঁর বাবা প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদ। তিনি বলেছিলেন, ভগবান চাইলে সেই সময়ই ছেলে দুর্ঘটনায় মারা যেত। তাঁর আশা ছিল ছেলে একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে। ওই সময় থেকে ২০ বছর ধরে লাইফ সার্পোটে রেখে প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালালকে সুস্থ করে তোলার চেষ্টা চালানো হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে তিনি ‘দ্য স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজপুত্র’ নামে পরিচিত হন।

সৌদি আরবের কিং আব্দুল আজিজ মেডিক্যাল সিটিতে (Abdul Aziz Medical City) এক দল চিকিৎসক সব সময় তাঁর চিকিৎসায় নিযুক্ত ছিলেন। বিশ্বের নামী চিকিৎসক, আমেরিকান ও স্প্যানিশ বিশেষজ্ঞদের চিকিৎসা সত্ত্বেও জ্ঞান ফিরে আসেনি তাঁর।

২০১৯ সালে চিকিৎসায় সাড়া দিয়ে তাঁকে একবার মাথা ও আঙুল নড়াতে দেখা গিয়েছিল। ওইটুকু শেষ। তার পর থেকে তাঁর আর কোনও সাড়া পাওয়া যায়নি।

২০২৫ য়ের ১৮ এপ্রিল ৩৬ বছর বয়সে পা রাখেন তিনি। তার কয়েকমাস পড়েই চিরঘুমে চলে গেলেন প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। ছেলের মৃত্যুতে গভীর শোকবার্তা দিয়ে প্রিন্স খালেদ এক বিবৃতিতে লেখেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার প্রিয় পুত্র আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ পরলোকে পাড়ি দিয়েছে। আল্লাহ যেন তাঁকে ভালো রাখেন।

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন