₹৪৫০০ কমে পেয়ে যান Vivo V50 5g ! দুর্দান্ত ক্যামেরা ও ফিচারের স্মার্টফোন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমান সময়ে স্মার্টফোন মানেই শুধু কল করা নয়, বরং দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স এবং পাশাপাশি অসাধারণ ব্যাটারি ব্যাকআপের কম্বিনেশন খোঁজেন প্রায় সকলেই। যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানো, ভ্লগিং অথবা সেলফি তুলতে বেশি আগ্রহী, তাদের জন্য Vivo V50 হতে চলেছে একটি আদর্শ স্মার্টফোন। আসুন এই প্রতিবেদনে সংশ্লিষ্ট অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিব –

আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন

Vivo V50 কেন এই মুহূর্তে হটকেক?

আমরা বেশি সকলে জানি Vivo ব্র্যান্ড বরাবরই তাদের ক্যামেরা ও ডিজাইন সেগমেন্টে বিশেষ সুনাম অর্জন করেছে। তাই Vivo V50-তেও তার ব্যতিক্রম ঘটেনি। এই ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরা, যা ভ্লগার এবং সেলফিপ্রেমীদের কাছে স্বপ্নের ফোন হয়ে উঠবে।

ডিজাইন এবং ডিসপ্লে

এই Vivo V50 ফোনটিতে রয়েছে ৬.৭৭ ইঞ্চির কোয়াড কার্ভড FHD+ AMOLED ডিসপ্লে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৩৯২×১০৮০ পিক্সেল রেজোলিউশন থাকায় ভিডিও দেখা বা গেম খেলার অভিজ্ঞতা হতে চলেছে অতুলনীয়। এছাড়া ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় ফোনটি খুলতে সময় একদমই লাগবেনা।

পারফরম্যান্সে Snapdragon-এর পাওয়ার

এই স্মার্টফোনে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 3 অক্টা-কোর প্রসেসর। যার ফলে একাধিক অ্যাপ এক সঙ্গে চালানো, ভারী গেম খেলা বা ভিডিও এডিটিং – সব কিছুই হবে ল্যাগ ছাড়াই ।

ব্যাটারি ও চার্জিং

Vivo V50-এর অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ আকর্ষণ তার ৬০০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে থাকছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টও, যা কয়েক মিনিটের মধ্যেই মোবাইল ফুল চার্জ করে দেবে। ফলে দীর্ঘক্ষণ চার্জ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন