এই ৫ রাশির দুঃসময় আসছে, ১৬ মাস ধরে জ্বালাবে রাহু-কেতু

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- ক্রুর ও পাপী গ্রহ রাহু-কেতু সর্বদাই বক্রী চালে থাকে। এই বছর ১৮ মে রাহু-কেতু গোচর করেছে এবং ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত এই অবস্থায় থাকার পর ফের গোচর করবে। এরই মাঝে রাশিচক্রের ৫ রাশিকে এই দুই পাপী গ্রহের ক্রুরতা সহ্য করতে হবে। জানুন সেই দুর্ভাগ্যশালী রাশি কারা।

মেষ রাশি :- রাহু-কেতু পরিবারে অশান্তি দেবে। অপ্রয়োজনীয় ঝগড়া ও ভুল বোঝাবুঝি হবে। আশান্তি বাড়বে। মায়ের স্বাস্থ্য বিগড়াতে পারে। অর্থ হানি হবে। নিরাশা থাকবে। আত্মবিশ্বাস হারাবেন না।

কর্কট রাশি :- কর্কট রাশির জাতকদের জন্য রাহু-কেতু জীবনে চড়াই-উৎরাই আনবে। আপনার কথার ভুল অর্থ বুঝবে মানুষ। আপানার থেকে দুরত্ব বজায় রাখবে সকলে। আপনি সব জায়গায় প্রতিকূলতা অনুভব করবেন। মুখে ঘা, দাঁতে ব্যথার মতো সমস্যা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে যান।

সিংহ রাশি :- রাহু-কেতুর গোচর সিংহ রাশির জাতকদের স্বাস্থ্যের সমস্যা করতে পারে। স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকুন। বিবাহিত জীবনে সমস্যা দেখা দেবে। কেরিয়ারে সঙ্কট আসতে পারে। ভুল সিদ্ধান্ত নিতে পারেন।

কন্যা রাশি :- সব কাজ সাবধানে করুন। হঠাৎ করে বড় কোনও খরচ হতে পারে। ঋণ নিতে পারেন। টাকা পয়সা জোগাড় করে রাখুন। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা মুশকিলে ফেলতে পারে। চাকরি করতে ভাল লাগবে না। নতুন ব্যবসা করার ইচ্ছে জাগতে পারে। যদিও এই সময়টা ভাল নয়।

বৃশ্চিক রাশি :- রাহু-কেতু পরিবারে কখনও সুখও দেবে আবার অশান্তিও হতে পারে। স্বাস্থ্য বিগড়াতে পারে। নিজের কাজ ছাড়া অন্য কারোর বিষয়ে নাক গলাবেন না। ঝগড়া থেকে দূরে থাকুন। কেরিয়ারে মনের মতো পদ-অর্থ পাবেন না। সাবধানী ও বুদ্ধি দিয়ে কাজ করুন।

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

—————————————————————————————–

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন