মাত্র ৪,৯৯৯ টাকায় ভারতীয় Al+ মডেলের 5G স্মার্টফোন ! রয়েছে উন্নত ক্যামেরা ও ফিচার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের মাটিতে বাজেট স্মার্ট মোবাইল ফোনের বাজারে এক নতুন অধ্যায় সূচনা করা হলো। রিয়েলমির প্রাক্তন সিইও মাধব শেঠ তাঁর নতুন প্রযুক্তি সংস্থা NxtQuantum-এর মাধ্যমে ভারতে স্মার্টফোনের নতুন যাত্রা শুরু করলেন। এদিকে এই কোম্পানির হাত ধরে দেশের বাজারে প্রবেশ করল দুটি নতুন স্মার্টফোন—AI+ Pulse, AI+ Nova 5G স্মার্ট ফোন। সব থেকে অবাক করা বিষয় হলো, এই স্মার্টফোনগুলির দাম মাত্র ৪৯৯৯ টাকা থেকে শুরু, যা ভারতের স্মার্টফোন দুনিয়ার কল্পনার বাইরে বলা চলে। সাধারণত এত কম দামে 5G ফোনও পাওয়া যায় না। এই কোম্পানির মাধ্যমে একই দামে পাওয়া যাচ্ছে উন্নত ফিচারে পরিপূর্ণ একটি স্মার্টফোন। ভারতের মতো বিশাল বাজারে এই পদক্ষেপ প্রযুক্তি দুনিয়ার অনেকের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে বলে আভাস পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন

সব থেকে বড় কথা হলো এই দুই নতুন স্মার্টফোনই সম্পূর্ণরূপে ভারতে তৈরি, এবং এগুলিতে ব্যবহৃত হয়েছে Android 15 ভিত্তিক ভারতীয় কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম—NxtQuantum OS। দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ফোনে তথ্য সংরক্ষণের ক্ষেত্রেও বাড়তি সুরক্ষার কথা ভেবেছে এই সংস্থাটি। কারণ, এবার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য রাখা হবে গুগল ক্লাউডে, যার সার্ভার ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অনুমোদিত রয়েছে।এর ফলে এটি শুধুমাত্র এক নতুন ফোনের লঞ্চ নয়, পাশাপাশি একটি বড় মাপের আত্মবিশ্বাসের প্রতীক হতে চলেছে, যেখানে ভারতীয় সংস্থাগুলি নিজেদের ক্ষমতা ও প্রযুক্তির শক্তি প্রমাণ এর মাধ্যমে করতে পেরেছে।

অনেকে ধারণা Al+ Pulse ফোনটি মূলত বাজেট কনশাস ব্যবহারকারীদের লক্ষ্য করেই তৈরি। এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির একটি HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্জ রয়েছে। ডিসপ্লেটি বড়, এবং তার রিফ্রেশ রেট দৈনন্দিন ব্যবহার যেমন স্ক্রলিং বা ভিডিও স্ট্রিমিং-এ বাড়তি স্মুথনেস থাকবে। ফোনটিতে দেওয়া হয়েছে Unisoc T615 চিপসেট, যা এই দামের মধ্যে ভালো পারফরম্যান্স দিবে। সাধারণ ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া চালানো বা ভিডিও দেখা—এই সব কাজ অনায়াসে করা যাবে এই চিপসেটের সাহায্যে যা এই স্মার্ট ফোনে ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে থাকছে দুটি র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট—৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সুবিধা। দাম যথাক্রমে ৪৯৯৯ এবং ৬৯৯৯ টাকা হবে তবে বর্তমান মার্কেট অনুযায়ী এটি বলা হয়েছে ভবিষ্যতে কম বেশি হতে পারে।

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন