কি দেখে পাঁঠা কিনবেন, তবেই টেস্ট হবে সেরা, জানুন মাটন কেনার টিপস

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- খাসীর মাংস বা মাটনের নাম শুনলেই জিভে জল আসে। মাটন খেতে ভালোবাসেন না এমন মানুষ হাতে গোনা।

মাটন অস্বাস্থ্যকর

যদিও মাটন খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভাল নয়, কিন্তু সপ্তাহে একদিন এই রেড মিট খাওয়া যেতেই পারে।

মাটনের পুষ্টি

১০০ গ্রাম মাটনে ৩৩ গ্রাম প্রোটিন থাকে। এতে একজন সাধারণ মানুষের দৈনিক প্রোটিনের চাহিদার প্রায় ৬০ শতাংশ পূরণ হয়ে যায়।

মাটন কেনার টিপস

ভাল মাটন কেনার আগে দেখতে হবে ছাগলটি শিশু বা বৃদ্ধ কিনা। গড়ে ৮ থেকে ১০ কেজি ওজনের ছাগল সবচেয়ে ভাল।

রং দেখে কিনুন

গোলাপি রঙের মাংস সবচেয়ে ভাল। এছাড়া, মাটন কারি রান্না করতে চাইলে টুকরোগুলো ছোট রাখতে হবে।

বড় টুকরো করবেন না

বড় টুকরো রান্না করতে বেশি সময় নেয় এবং স্বাদও ভাল হয় না। হাড়সহ মাটন ভাল।

কোন অংশ কিনবেন

ছাগলের সামনের পা, ঘাড়, বুক, গলা, পাঁজর এবং লিভার নিতে হবে। এছাড়াও উরুর অংশের মাংস খেতে ভাল হয়।

কতটা মাটন খাবেন

একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি প্রতিদিন ৯০ গ্রামের বেশি রেড মিট খান, তাহলে তার অবিলম্বে তা ৭০ গ্রামের কম করা উচিত।

আরও পড়ুন:- ২১ জুলাই রাস্তায় সমস্যায় পড়লে কী করবেন? জানালেন কলকাতার সিপি।

আরও পড়ুন:- পুঁই শাক কারা খাবেন না, খেলে কি কি ক্ষতি হয় ? জেনে রাখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন