সুজন্ন নিজন্ন প্রকল্পে স্বল্পমূল্যে ঝাঁ চকচকে ফ্ল্যাট দিচ্ছেন মমতা! ২১শে জুলাই থেকে আবেদন শুরু হলো

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাংলার বাড়ি আবাস যোজনা (Banglar Bari Awas Yojana) এর পর এবার পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত মানুষের মাথার উপরের পাকা ছাদ গড়ে দেওয়ার উদ্দেশ্যে শুরু হলো Sujanna Nijanna Housing Projects. সুজন্ন নিজন্ন নামে দুটি হাউসিং কমপ্লেক্স প্রজেক্ট শুরু করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এর মূল উদ্দেশ্য হলো- রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল এবং নিম্ন আয়ের মানুষদের স্বল্পমূল্যে মাথার উপরের পাকা ছাদ গড়ে দেওয়া। ইতিমধ্যেই রাজ্যের বাংলার বাড়ি প্রকল্প বিপুল পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে গ্রামীণ এলাকায়। তবে শহরের মানুষের জন্য এবার কলকাতার নিউটাউনের মতো এলাকায় গড়ে উঠতে চলেছে এই দুর্দান্ত প্রজেক্ট।

CM Mamata Banerjee inaugurate Sujanna Nijanna Housing projects

কলকাতার জনপ্রিয় নিউটাউন এলাকার মধ্যে ৩০০ বর্গফুটে ৪৯০ টি এক কামরার ফ্ল্যাট তৈরি করা হচ্ছে নিজন্ন প্রজেক্ট এর মাধ্যমে। ১৫ তলা এই আবাসনের দাম সরকারের তরফের যথেষ্ট স্বল্পমূল্যে রাখা হবে বলে জানা যাচ্ছে। মূলত রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্যই এই ফ্ল্যাট গুলি তৈরি করা হচ্ছে। এই প্রজেক্ট এর মধ্যেই সুজন্ন নামে আরও একটি প্রকল্প শুরু করা হয়েছে। যেখানে ৬২০ বর্গফুটের মধ্যে ৭২০ টি দুই কামরার ফ্ল্যাট থাকবে। এই আবাসন টি হবে ১৬ তলা উঁচু। নিম্ন আয়ের পরিবারগুলির কথা চিন্তা করেই এই প্রজেক্ট শুরু করা হয়েছে।

এক কথায় বলতে গেলে সুজন্ন নিজন্ন দুটি প্রোজেক্টই পশ্চিমবঙ্গ রাজ্যের দারিদ্রতার সঙ্গে লড়াই করা মানুষদের জন্য একটি স্বপ্ন পূরণের চাবিকাঠি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুটি প্রকল্প মিলিয়ে মোট ১২১০ টি ফ্ল্যাট তৈরি করে দেওয়া হয়েছে মোট সাত একর জমির উপর। এই আবাস যোজনার জন্য রাজ্যের মোট ২৯০ কোটি টাকা খরচ হয়েছে। প্রজেক্ট এর উদ্দেশ্যে সরকারি জমি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছে এবং বর্তমান বাজার মূল্যের তুলনায় অনেক কম দামেই এই ফ্ল্যাট বিক্রি করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Sujanna Nijanna Housing projects Apply Online

পশ্চিমবঙ্গ আবাসন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক আবেদনকারীরা অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এই প্রজেক্ট এর মাধ্যমে নিজেদের ফ্ল্যাট কেনার জন্য এই আবেদন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে ইচ্ছুক আবেদনকারীদের এই অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে নিজেদের যাবতীয় তথ্য পূরণ করে জমা করতে হবে। যেহেতু রাজ্যের বাসিন্দাদের তুলনায় স্বল্পসংখ্যক বাসিন্দার জন্যই এই প্রজেক্ট এর ফ্ল্যাট গুলি বরাদ্দ করা হবে, তাই এক্ষেত্রে আবেদনের উপর ভিত্তি করে লটারির মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। এই পদ্ধতির ফলে যথেষ্ট পরিমাণে স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বিশেষজ্ঞরা।

সুজন্ন নিজন্ন ছাড়াও তৈরি হচ্ছে একাধিক আবাস যোজনা

বঙ্গ রাজ্যের নিম্ন আয়, মধ্য আয় এবং উচ্চ আয়ের পরিবারগুলির জন্য কলকাতার বিভিন্ন এলাকায় গড়ে উঠছে সরকারি আবাসন। কলকাতার পাশাপাশি কৃষ্ণনগর এবং কল্যাণীতেও এই ধরনের আবাসন প্রকল্পগুলি শুরু করা হয়েছে। এর মধ্যে রয়েছে-

  • পূর্বিক হাউজিং কমপ্লেক্স, কলকাতা (HIG)
  • সানলাইট হাউজিং কমপ্লেক্স, কলকাতা (LIG)
  • গুড সুস্থ মৈত্র স্মৃতি আবাসন, কৃষ্ণনগর (MIG)
  • কল্যাণী হাউজিং প্রোজেক্ট ইত্যাদি।

এই সমস্ত আবাসন প্রকল্পগুলির মাধ্যমে ফ্ল্যাট কিনতে চাইলে, সবার আগে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এবং সর্বনিম্ন বুকিং অ্যামাউন্ট জমা করতে হবে।

 

সুজন্ন নিজন্ন হাউসিং কমপ্লেক্সে কি কি সুবিধা পাবেন?

বর্তমানের উন্নত হাউসিং কমপ্লেক্সের মতোই সরকারি প্রকল্পের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে সাধারণ নিম্ন মধ্যবিত্তের স্বপ্নের বাড়ি। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পাশে অত্যাধুনিক বহুৎল পার্কিং কমপ্লেক্স ‘সুসম্পন্ন’ এর উদ্বোধন করা হয়েছে সরকারের তরফে। এই কমপ্লেক্সটিতে মোট আটটি তলা রয়েছে এবং গাড়ি রাখার জায়গা রয়েছে। পাশাপাশি ওই এলাকার মধ্যেই তরুণ্য নামের একটি মুক্তমঞ্চ এবং শিশুদের বিনোদন পার্ক তৈরি করা হয়েছে। এছাড়াও আশেপাশের এলাকায় মোট পাঁচটি বড় প্রকল্পের প্রায় ৪৫৫.৫০ কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার।

উপসংহার

নিম্ন আয়ের পরিবার অথবা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির অনেকেই বর্তমানে ভাড়া বাড়িতে যথেষ্ট কষ্টের সঙ্গে জীবন যাপন করছেন। কলকাতায় এমন পরিবারের সংখ্যা নেহাতই কম নয়। তাই সমস্ত ইচ্ছুক উপভোক্তাদের জন্য ১ আগস্ট ২০২৫ থেকে অনলাইনে Sujanna Nijanna Housing Projects প্রকল্পগুলির আবেদন শুরু হয়ে যাচ্ছে। একেবারেই দেরি না করে ইচ্ছুক আবেদনকারীরা নিজেদের মাথার উপরের পাতা ছাদ তৈরি করার এই সুবর্ণ সুযোগটি লুটে নিন।

আরও পড়ুন:- ৩ বছরে ১১১০% রিটার্ন, সোমবারও লগ্নিকারীদের নজরে রেলের এই স্টক

আরও পড়ুন:- কোষ্ঠকাঠিন্যে ভুগছেন ? মুক্তি পেতে সহজ কিছু উপায় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন