Bangla News Dunia, Pallab : বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঁধছে নিম্নচাপ অঞ্চল। ফলে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই নেই রাজ্যের। সপ্তাহজুড়ে রাজ্যের একাধিক জেলায় জারি থাকবে ঝড়বৃষ্টি (Weather Update)।
আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার উত্তরবঙ্গের (North Bengal) জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় রয়েছে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সতর্কতা। মঙ্গলবারও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহারে। মাঝে দু’দিন বৃষ্টির পরিমাণ কমলেও ফের শুক্রবার থেকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
অন্যদিকে, সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। তবে বুধবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হবে দক্ষিণের জেলাগুলিতে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহপ্সতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা (৭ থেকে ২০ সেন্টিমিটার) জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। রবিবার পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় জারি থাকবে ভারী বৃষ্টি।
আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর