Jio, Airtel নাকি VI ? 299 টাকার রিচার্জ প্ল্যানে কারা বেশি সুবিধা দিচ্ছে ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : মোবাইল রিচার্জ করতে গিয়ে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে বিশাল খরচের মুখে। তবে জনপ্রিয় টেলিকম সংস্থা Jio, Airtel ও Vi তিনটিই বাজারে ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যান অফার করছে। কিন্তু কোনটা সবচেয়ে বেশি ডেটা ও সুবিধা দিচ্ছে? এখানে থাকল বিস্তারিত তুলনা। তাই নতুন SIM কার্ড বার পড়ত করার আগে এই সম্পর্কে বিস্তারিত তথ্য সকলের জেনে নেওয়া উচিত।

আরও পড়ুন : গলায় মাছের কাঁটা আটকে গেলে খুব সহজে চটজলদি বের হবে, জেনে রাখুন গোপন ট্রিকস

Jio ২৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানটি মূলত যাদের দৈনিক ইন্টারনেট ব্যবহারের চাহিদা বেশি, তাদের জন্য আদর্শ। ভ্যালিডিটি ২৮ দিন, ডেটা প্রতিদিন ১.৫ জিবি, কল আনলিমিটেড কলিং, SMS প্রতিদিন ১০০টি। TV, Cinema, Cloud এর ফ্রি অ্যাকসেস, 5G ডেটা সুবিধা নেই। যারা স্ট্রিমিং, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় বেশি সময় কাটান, তাদের জন্য এটি সবচেয়ে কার্যকরী বিকল্প।

Airtel ২৯৯ টাকার প্ল্যান

কম ডেটা হলেও বেশি সুবিধা চাওয়া গ্রাহকদের জন্য এটি একটি স্মার্ট পছন্দ। ভ্যালিডিটি ২৮ দিন, ডেটা প্রতিদিন 1GB, আনলিমিটেড কল, SMS প্রতিদিন ১০০টি। Wynk Music, Hello Tunes, Apollo 24/7 সার্ভিস ফ্রি, ভালো রুরাল নেটওয়ার্ক কভারেজ। গ্রামাঞ্চলে যারা থাকেন এবং নির্ভরযোগ্য কানেকশন খোঁজেন, তাদের জন্য উপযুক্ত।

Vi র ২৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানে ডেটা পরিমাণ কম হলেও, বোনাস সুবিধা দারুণ আকর্ষণীয়। ভ্যালিডিটি ২৮ দিন, ডেটা প্রতিদিন 1GB, আনলিমিটেড কল, SMS প্রতিদিন ১০০টি। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা, Weekend Data Roll over ফিচার। কিন্তু এখনো পর্যন্ত 5G পরিষেবা চালু হয়নি, কিছু অঞ্চলে দুর্বল নেটওয়ার্ক।

আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন