শহিদ দিবসের মঞ্চে ভাষা আবেগে শান মমতার, বিঁধলেন অসমের মুখ্যমন্ত্রীকে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে শেষ ২১ জুলাইয়ে বাংলা ও বাঙালি আবেগে শান দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সোমবার ধর্মতলায় শহিদ দিবসের সভামঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাতের ডাক দেন মমতা। স্লোগান তোলেন, ‘বিজেপি হটাও’।

আরও পড়ুন : গলায় মাছের কাঁটা আটকে গেলে খুব সহজে চটজলদি বের হবে, জেনে রাখুন গোপন ট্রিকস

এদিন মমতার বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল বাংলা ও বাঙালি। মহারাষ্ট্র, দিল্লি সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে এরাজ্যের বাসিন্দাদের হেনস্তার অভিযোগ উঠেছে। বাংলায় কথা বলার কারণে এরাজ্যের বাসিন্দাদের ভিনরাজ্যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। এনিয়ে সরব হন মমতা। বলেন, ‘মরতে রাজি, কিন্তু বাংলা ভাষার উপর আক্রমণ মানব না।’

সম্প্রতি কোচবিহারের বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে অসমের ফরেন ট্রাইব্যুনাল থেকে চিঠি ধরানো হয়েছিল। এনিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে তোপ দাগেন তৃণমূল নেত্রী। তাঁর কটাক্ষ, ‘অসম সামলাতে পারছেন না, আবার বাংলায় নাক গলাচ্ছেন। বাংলায় নাক গলানো বন্ধ করুন।’

এদিনের সভা থেকে সরাসরি বিজেপিকে আক্রমণ করেন মমতা। বলেন, ‘বিজেপি ইমার্জেন্সির কথা বলে, এটা সুপার ইমার্জেন্সি।’ এরাজ্যে তৃণমূলকে সরাতে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে বিজেপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ‘তৃণমূলকে শেষ করা অত সহজ নয়।’ বিনা যুদ্ধে এক ইঞ্চিও জমি না ছাড়ার জন্য দলীয় কর্মী-সমর্থকদের বার্তা দিয়েছেন মমতা। পাশাপাশি কোনওরকম প্ররোচনায় পা না দেওয়ার জন্য সতর্ক করেন সকলকে। বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে বলে ঘোষণা করছেন তৃণমূল সুপ্রিমো। বিধানসভা আন্দোলনের ফল বেরোনো পর্যন্ত তা চলবে।

আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন