Bangla News Dunia, Pallab : ‘হামসে যো টকরায়েগা, ও চুর চুর হো জায়েগা’, ২১ জুলাইয়ের সভায় বিজেপিকে এমনই হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ধর্মতলার সভামঞ্চ থেকে গেরুয়া শিবিরের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানান তিনি। অভিষেক বলেন, ‘ভোটে জিততে না পেরে বিজেপি বাংলার মানুষকে ভাতে মারার পরিকল্পনা করছে। বাংলার মানুুষকে লাঞ্ছনা, অত্যাচার করছে।’
আরও পড়ুন : গলায় মাছের কাঁটা আটকে গেলে খুব সহজে চটজলদি বের হবে, জেনে রাখুন গোপন ট্রিকস
কেন্দ্রীয় সরকার ইডি ও নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বলেও এদিন তোপ দাগেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তাঁর কথায়, ‘বিজেপির কাছে টাকা আছে, নির্বাচন কমিশন আছে।’
অন্যদিকে, মহারাষ্ট্র, দিল্লি সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে এরাজ্যের বাসিন্দাদের হেনস্তার অভিযোগ উঠেছে। বাংলায় কথা বলার কারণে এরাজ্যের বাসিন্দাদের ভিনরাজ্যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
এ প্রসঙ্গে অভিষেক বলেন, ‘২৬-এর পর বিজেপিকে জয় বাংলা বলাব।’ বিজেপি নেতারা এখন ঠেলায় পড়ে রাম ছেড়ে কালী, দুর্গার নামও নিচ্ছেন বলে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। বক্তব্যের শেষ দিকে অভিষেক বলেন, ‘হামসে যো টকরায়েগা, ও চুর চুর হো জায়েগা।’
আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর