গরমে বেসামাল তৃণমূল , একুশের সভামঞ্চে জ্ঞান হারালেন কীর্তি ! অসুস্থ মদন, শতাব্দীও 

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : প্রচন্ড গরমে একুশের সভামঞ্চে অসুস্থ হয়ে পড়লেন একাধিক বিধায়ক, সাংসদ। সভা চলাকালীনই আচমকা অসুস্থ হয়ে পড়লেন সাংসদ কীর্তি আজাদ। প্রচন্ড গরমে সভামঞ্চেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। দুপুর দেড়টার কিছুক্ষণ পড় সভাস্থল ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় সাংসদ শতাব্দী রায়কে। প্রশ্ন করা হলে তিনি জানান, ভীষণ অসুস্থ বোধ করছেন।

আরও পড়ুন : গলায় মাছের কাঁটা আটকে গেলে খুব সহজে চটজলদি বের হবে, জেনে রাখুন গোপন ট্রিকস

একুশের সমাবেশে যোগ দিয়েছিলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। সভা চলাকালীন অসুস্থ হয়ে পড়লে তাঁকে সভাস্থল থেকে অ্যাম্বুল্যান্সে করে বাইরে বের করে আনা হয়। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অ্যাম্বুলেন্সের ভিতরে ছিলেন সাংসদ মহুয়া মৈত্রও। এরপর থেকেই প্রচণ্ড গরমে একে একে অনেকেই অসুস্থ হতে শুরু করেন। অসুস্থ হয়ে পড়েন মদন মিত্রও।

আজ সকাল থেকেই ছিল প্রচণ্ড রোদ। বাতাসে আপেক্ষিত আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ। আর্দ্রতা বেশি থাকায় ঘামও হচ্ছে প্রচণ্ড। শুধুমাত্র নেতা-নেত্রীই নয়, সমাবেশে উপস্থিত প্রচুর কর্মী-সমর্থক এদিন অসুস্থ হয়ে পড়েছেন।

আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন