বঙ্গ থেকে রোহিঙ্গা-বাংলাদেশি মুসলমান, সবাইকে তাড়াবো, বললেন শুভেন্দু

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতার ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাই শহিদ দিবস পালন হচ্ছে।সেই একই সময়ে বিজেপির যুব মোর্চার ‘উত্তরকন্যা অভিযান’ ঘিরে উত্তাল শিলিগুড়ি। এদিন সকালেই শিলিগুড়ি পৌঁছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। তাঁর নেতৃত্বেই উত্তরবঙ্গের বিজেপি কর্মী-সমর্থকরা উত্তরকন্যা অভিযান করছেন। আর এই কর্মসূচি থেকেই উত্তরকন্যাকে ‘পবিত্র’ করার ডাক দিলেন শঙ্কর ঘোষ, শুভেন্দু অধিকারীরা। সেখান থেকে তৃণমূলের শহিদ দিবস ও তৃণমূল সহ মুখ্য়মন্ত্রীকে আক্রমণ করেছেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে।

শুভেন্দুর অভিযোগ, “প্রশাসন থেকে বলা হয়েছিল, ২১ তারিখ কোনও প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না। কারণ রানিমা, পিসিমা, চোরেদের রানি ধর্মতলায় সভা করছে। কয়েক হাজার দাগী চোর, আজ কয়লা চুরি, গাছ চুরি, গরু পাচার, ইঁট চুরি, পায়খানা চুরি বন্ধ রয়েছে। কারণ আজ চোরেদের জমায়েত হয়েছে। জলঙ্গির নেতা মোশারফ হুসেন পাগলু ডান্স করতে করতে যাচ্ছেন। এক তৃণমূলের নেতা মদ্যপ অবস্থায় সমাবেশে যোগ দিতে যাচ্ছেন।”

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার বক্তব্য, “উনি চ্যালেঞ্জ করেছেন ফের ২৬ বিধানসভায় ক্ষমতায় আসবেন। আমি চ্যালেঞ্জ করছি ২৬-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। তিনি বলেন, বিহারের মতো এসআইআর চাই। ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে যে সব হিন্দুরা এসেছেন, তাঁরা শরণার্থী। তাঁরা বহিরাগত নন। ভারতীয় মুসলিমরা নিশ্চিন্ত থাকুন। কিন্তু রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের একটাকেও থাকতে দেব না।”

এদিন তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে হারিয়েছে অরবিন্দ মিনা ও এসপি বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “দুজন কাউন্টিং বুথে ঢুকে ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছেন। এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেব।” এমনকী তাঁর দাবি, মোদীজি উত্তরবঙ্গে এইমস করতে চান। রাজ্য সরকার উত্তরবঙ্গে জায়গা দেয় না। হিন্দুরা বাঁচতে চাইলে এই মহিলাকে সরাতে হবে বলে দাবি শুভেন্দুর।

উত্তরকন্যা অভিযানে প্রশাসনকে দিয়ে আরেকটা উলেন বর্মন করার চেষ্টা করেছে রাজ্য বলেও তিনি তোপ দাগেন। পাশাপাশি উত্তরবঙ্গে বালি-পাথর কিছু পাচার করতে তৃণমূল বাকি রাখেনি বলে তিনি দাবি করেন। পাহাড়-চা বাগানে বঞ্চনা অব্যাহত। চা শ্রমিকরা মজুরি পায় না। চা বাগানের জমি হর্ষ নেওটিয়াদের বেচার কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ তোলেন তিনি।

তিনি উপস্থিত বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “নারী সুরক্ষার দাবিতে এই অভিযান। এখানে মহিলারা কেউ সুরক্ষিত নন। মাটিগাড়ার ক্লাস ১০-এর ছাত্রী, কালিয়াগঞ্জের রাজবংশী মেয়েদের কী করেছে তা মনে রাখবেন। কাউকে ছাড়া হবে না। আগামী ৪ অগাস্ট ৬৫ জন এমএলএকে নিয়ে কোচবিহারে আসছি। ওইদিনই উত্তরকন্যাতে আসব। সচিবের সঙ্গে দেখা করব। আগের দিন ঢুকতে দেননি।”

এই কর্মসূচি শুরুর মুখেই রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী-নেতাদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর সাফ কথা, “তৃণমূলের চোর নেতা, মন্ত্রী আর মুখ্যমন্ত্রীর কারণে ‘উত্তরকন্যা’ অপবিত্র হয়েছে। আমরা এই অভিযান করে উত্তরকন্যাকে পবিত্র করব।”

 

এই কর্মসূচিকে কেন্দ্র করে শিলিগুড়ি জুড়ে বিজেপির প্রচুর কর্মী-সমর্থক ভিড় জমান। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ একাধিক জেলা থেকে বাসে করে কর্মী-সমর্থকরা এসে এই অভিযানে যোগ দিয়েছেন।

আরও পড়ুন:- ৩ বছরে ১১১০% রিটার্ন, সোমবারও লগ্নিকারীদের নজরে রেলের এই স্টক

আরও পড়ুন:- কোষ্ঠকাঠিন্যে ভুগছেন ? মুক্তি পেতে সহজ কিছু উপায় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন