Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মুম্বইয়ের কল্যাণে ভয়াবহ ঘটনা। হবু স্ত্রীর লেহেঙ্গা বদলাতে রাজি না হওয়ায় দোকানে ঢুকে ৩২ হাজার টাকার ব্রাইডাল লেহেঙ্গা ছিঁড়ে ফেললেন হবু বর। পুরোটাই দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও। ঘটনাটি ঘটেছে ক্যাল্যান ওয়েস্টের এক নামী ফ্যাশন স্টোর ‘কলাক্ষেত্র’-তে। দোকান সূত্রে খবর, ১৭ জুন ক্যাল্যানের বাসিন্দা মেঘনা মাখিজা নিজের বিয়ের জন্য ৩২ হাজার ৩০০ টাকা দিয়ে একটি লেহেঙ্গা কেনেন। কিন্তু বাড়ি গিয়ে মেঘনার মন বদলে যায়। এরপরই তিনি দোকানে ফোন করে জানান, লেহেঙ্গাটি তিনি ফেরত দিতে চান।
দোকান কর্তৃপক্ষ জানায়, রিটার্নের সুযোগ নেই। তবে এক মাসের মধ্যে সেই দামের অন্য কোনও পোশাকের সঙ্গে এক্সচেঞ্জ করা যাবে। ৩১ জুলাই পর্যন্ত সময় ঠিক করে দেয় দোকান।
এরপর ১৯ জুলাই মেঘনা ফের দোকানে আসেন। লেহেঙ্গা বদলানোর জন্য কথা বলতে গিয়েই দোকানদারের সঙ্গে বেঁধে যায় তীব্র বচসা।
এর কয়েক ঘণ্টা পর মেঘনার হবু বর সুমিত সায়ানি দোকানে ঢোকেন। রাগে ফুঁসতে ফুঁসতে সুমিত দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন।
দেখুন সেই ভিডিও:
হঠাৎই পকেট থেকে ছুরি বের করে দোকানের মধ্যেই সেই লেহেঙ্গাটি ছিঁড়ে ফেলেন। শুধু তাই নয়, দোকানদারকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ।
দোকানদার জানিয়েছেন, ‘‘ওই যুবক আমাকে বলেছে, যদি কথা না শুনি, এই লেহেঙ্গার মতো আমাকেও ছিঁড়ে ফেলবে।’’
দোকানদারের অভিযোগ, সুমিত ৩ লক্ষ টাকা দাবি করেন। তা না দিলে দোকানের বদনাম করে ভাইরাল করবেন বলেও হুমকি দেন।
পুরো ঘটনাটির ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটির পর ক্যাল্যান বাজারপেট থানায় অভিযোগ দায়ের করেছেন দোকানদার।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভিডিও দেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন:- ৩ বছরে ১১১০% রিটার্ন, সোমবারও লগ্নিকারীদের নজরে রেলের এই স্টক
আরও পড়ুন:- কোষ্ঠকাঠিন্যে ভুগছেন ? মুক্তি পেতে সহজ কিছু উপায় জেনে নিন