Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ভোটের আগে নয়া প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের। এলাকাভিত্তিক কাজের জন্য নতুন এই কর্মসূচি। এতে পাড়ায় পাড়ায় ছোটোখাটো সমস্যাগুলি সমাধানের কাজ করবে সরকার। এই প্রকল্পে এক একটা বুথের জন্য ১০ লক্ষ টাকা করে ধার্য করেছে সরকার। মোট খরচ হবে ৮ হাজার কোটি টাকা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ছোট ছোট পাড়ায় হয়ত একটা কলের দরকার, কোনও জায়গায় হয়ত বিদ্যুৎ নেই, একটা পোল বসাতে হবে, এরকম ধরনের ছোট ছোট কাজ। হয়ত একটা স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে, সেই ছাদটা করে দিতে হবে। এক্ষেত্রে সিস্টেম হচ্ছে, আমাদের প্রকল্পে বহু মানুষ অংশ নিয়েছে। যদিও এটা একটা ছোট্ট প্রোগ্রাম। প্রধানমন্ত্রী বার বার বলেছেন আত্মনির্ভর, কিন্তু কার্যত কিছু হয়নি। আমাদের এই প্রোগ্রাম সারাদেশে প্রথম। এটা এক্সট্রা পোগ্রাম। গ্রামের ছোট ছোট সমস্যা সরকারি অফিসাররা শুনবেন। তিনটি বুথ নিয়ে একটি সেন্টার বা পাড়া হবে। মোট ৮০ হাজার বুথ আছে। একদিন করে ক্যাম্প হবে। এটি করতে ২ মাস সময় লাগবে। একদিন করে প্রত্যেকটা বুথে সারাদিন অফিসারেরা থাকবেন। গ্রামের সমস্যা জানাতে পারেন। আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কী করা সম্ভব। কাজ হবে অনলাইন পোর্টালের মাধ্যমে।”
মুখ্যমন্ত্রী বলেছেন, এত সমস্য়ার মধ্যেও রাজ্য এই খরচ করবে। একটা গ্রাম একটা বুথ নিয়ে হয়। সেই ছোট ছোট সমস্যাগুলো হয়ত পঞ্চায়েত থেকে পায় না। এটা পশ্চিমবঙ্গ সরকার করছে। ২ অগাস্ট থেকে এটি শুরু হবে। পাশাপাশি, ডিসেম্বর- দুয়ারে সরকারও হবে।
গতকাল একুশে জুলাইয়ের সমাবেশের পর আজ এই সরকারি প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক মঞ্চে সরকারি প্রকল্পের কথা ঘোষণা করবেন না বলেই পৃথক সাংবাদিক বৈঠক করে নয়া কর্মসূচির কথা ঘোষণা করেন। ভোটের আগে এবার নয়া কর্মসূচি ঘোষণা মমতার।
আরও পড়ুন:- রান্না করার ফলে মহিলাদের বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি ! বলছে গবেষণা
আরও পড়ুন:- 2026 আসলে দিল্লি দখলের প্রস্তুতি, মোদি সরকারকে উৎখাতের বার্তা মমতার