Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- আমাদের বাড়ি কী ভাবে পজিটিভ এনার্জিতে পূর্ণ থাকবে, সেই চেষ্টা আমরা সকলেই করে থাকি এবং আমাদের ঘরে যাতে কোনও রকম বাস্তুদোষ না সৃষ্টি হয় সেদিকেও বেশ নজর দিয়ে থাকি । কিন্তু শুধু মাত্র বাড়ির ভিতরের বাস্তু দোষের দিকে নজর দিলেই চলবে না। বাড়ির বাইরের বাস্তুর দিকেও সমান নজর দিতে হবে। নয়তো জীবনে সমস্যা লেগেই থাকবে।
অনেক সময় আমরা বাড়ির প্রধান দরজার সামনে এমন কিছু জিনিস রেখে দিই, যার ফলে আমাদের অজান্তেই বাড়িতে প্রচুর বাস্তু দোষ সৃষ্টি হয় এবং জীবনে নেমে আসে চরম বিপর্যয়। আর এই দিকে একটু নজর দিলেই আমাদের জীবন সমস্যা মুক্ত হয়ে উঠতে পারে। চলুন বাড়ির বাইরের বাস্তুর পর নজর দেওয়া যাক।
আরো পড়ুন :- শাস্ত্র মতে , পরিবারের অর্থকষ্ট কমাতে বাড়িতে রাখুন এই জিনিস গুলি
১. বাড়ির প্রধান দরজার সামনে কোনও ভাবে লতা জাতীয় গাছ রাখা যাবে না। এতে বাড়ির মানুষদের প্রচুর ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে।
২. বাড়ির প্রধান দরজার সামনে ডাস্টবিন রাখা যাবে না। এটা অত্যন্ত অমঙ্গলজনক বলে মানা হয়।
৩. বাড়ির প্রধান দরজার সামনে কাঁটা জাতীয় কোনও গাছ রাখতে নেই, এতে নানা রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে।
৪. বাড়ি তৈরির সময় খেয়াল রাখতে হবে যে, বাড়ির প্রধান দরজা যেন রাস্তার থেকে উঁচুতে হয়, নীচু না হয়। এতে বাড়িতে নেগেটিভ শক্তির সঞ্চার ঘটে থাকে।
৫. বাড়ির প্রধান দরজার সামনে কখনও নোংরা জল জমতে দেওয়া যাবে না। যে কোনও শুভ শক্তি বাড়ির প্রধান দরজা দিয়েই বাড়িতে প্রবেশ করে। সেই জন্য বাড়ির প্রধান দরজার সামনে নোংরা জল জমতে দিতে নেই। নয়তো শুভ শক্তি বাড়িতে প্রবেশ করেনা।
আরো পড়ুন :- নিজের রাশিচক্রে ধনযোগ অথাৎ লক্ষ্মীযোগ রয়েছে কি না দেখে নিন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)
মো:- 9093476035
8906174912
অগ্রিম নাম বুকিং আবশ্যক