Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সরকারি ব্যাঙ্কগুলি গত ১০ বছরে কত টাকা ঋণ মকুব করেছে? যদি করে থাকে, তাহলে সামনে আনা হোক অন্তত গত পাঁচ বছরের তথ্য। কোন সরকারি ব্যাঙ্ক কোন বছরে কত টাকা ঋণ মকুব করেছে? কেন এ ভাবে মকুব করা হয়েছে ঋণ? এমনই একগুচ্ছ প্রশ্ন সরকারের কাছে রেখেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ২২ জুলাই এই প্রশ্নের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরী।
কত টাকা ঋণ মকুব করেছে সরকারি ব্যাঙ্কগুলি?
কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সরকারি ব্যাঙ্কগুলি (PSB) গত ১০ অর্থবর্ষে (২০১৫-১৬ থেকে ২০২৪-২৫ পর্যন্ত) মোট ১২ লক্ষ ৮ হাজার ৮২৮ কোটি টাকা ঋণ মকুব করেছে।
কেন ঋণ মকুব করা হয়েছে?
নন পারফর্মিং অ্যাসেট বা অনুৎপাদক সম্পদ রাইট-অফ বা মকুব করা হয়েছে বলে জানাচ্ছেন। মন্ত্রী জানিয়েছেন, আরবিআই-এর নিয়ম ও ব্যাঙ্ক বোর্ডের নিয়ম মেনেই এই কাজ হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, ঋণ মকুবের ফলে ঋণগ্রহীতার দায় মকুব হয় না। ঋণগ্রহীতা ঋণ শোধ করার জন্য দায়বদ্ধ থাকে। অনাদায়ী ঋণ আদায়ের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি আইন অনুযায়ী পদক্ষেপ নেয় বলে জানিয়েছেন মন্ত্রী। নানা ট্রাইবুনালের মাধ্যমে এবং আইনি মেনে অনাদায়ী ঋণ পুনরুদ্ধারের কাজ চলছে।
বিশেষজ্ঞদের মতে ব্যাঙ্কের ব্যালেন্স শিটে এনপিএ কম দেখানোর লক্ষ্যে হিসেব মুছে দেওয়া হয়। এমন করলে ওই ব্যাঙ্কের আর্থিক স্বাস্থ্য ভালো দেখানো যায়।
আরও পড়ুন:- রান্না করার ফলে মহিলাদের বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি ! বলছে গবেষণা
আরও পড়ুন:- 2026 আসলে দিল্লি দখলের প্রস্তুতি, মোদি সরকারকে উৎখাতের বার্তা মমতার














