Bangla News Dunia, Pallab : আয়ারল্যান্ডের ডাবলিনে এক ভারতীয়কে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল। অভিযোগ, একদল তরুণ তাঁকে মারধর করে নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে পালান। ডাবলিন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটা বর্ণবিদ্বেষের ঘটনা। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নিন্দা করেছেন আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র। এক্সে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আশা করব দোষীরা শাস্তি পাবে।’
আরও পড়ুন : হার্টের সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !
আয়ারল্যান্ডের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১৯ জুলাই ডাবলিনের টালাঘট এলাকায় ঘটনাটি ঘটেছে। আক্রান্ত ব্যক্তির বয়স আনুমানিক ৪০। তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। যাঁরা মারধর করেছেন তাঁদের দাবি, ওই ভারতীয় নাকি এলাকার কয়েকটি শিশুর সঙ্গে অশোভন আচরণ করেছিলেন। সেকারণে তাঁর বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নিয়েছেন তাঁরা। যদি সেই দাবি মানতে নারাজ আয়ারল্যান্ড পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে মারধর করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশের মন্ত্রী জিম ও’ক্যালাগান।
আরও পড়ুন : ভারতীয় পাসপোর্ট অনলাইন আবেদন 2025 – সম্পূর্ণ গাইড বাংলায়