Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গর্ভাবস্থায় মহিলাদের শরীরে অনেক পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনগুলি কেবল অভ্যন্তরীণ নয়, বাহ্যিকও।
গর্ভাবস্থার সময়কে তিনটি সময়ে ভাগ করা হয়, যাকে ট্রাইমেস্টার বলা হয়। প্রথম ট্রাইমেস্টার, দ্বিতীয় ট্রাইমেস্টার এবং তৃতীয় ট্রাইমেস্টার।
জেনে নিন কোন পর্যায়কে কোন ট্রাইমেস্টার বলে বা একেকটা ট্রাইমেস্টারে কত মাস পর্যন্ত আছে।
ফার্স্ট (প্রথম) ট্রাইমেস্টার হল গর্ভাবস্থার প্রথম তিন মাস। গর্ভধারণের পর প্রথম তিন মাস বা ১ থেকে ১২ সপ্তাহের মধ্যে থাকে।
এই সময় ভ্রূণ দ্রুত বিকশিত হয়। প্রধান অঙ্গগুলি গঠন করতে শুরু করে। গর্ভবতী মহিলার শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে।














