Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তথ্য প্রযুক্তি সেক্টরের মিড ক্যাপ সংস্থা কোফর্জ লিমিটেডের শেয়ার দরে বড় ধাক্কা লেগেছে বৃহস্পতিবার। বুধবার এই শেয়ারের দাম ছিল ১ হাজার ৮৪৯ টাকা। বৃহস্পতিবার এই সংস্থার শেয়ারের ওপেনিং হয়েছিল ১ হাজার ৮২৯ টাকায়। সেখান থেকে প্রায় ৯ শতাংশ কমে এই সংস্থার প্রতি শেয়ারের দাম নেমেছিল ১ হাজার ৬৮১ টাকায়। যদিও চলতি অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে লাভের মার্জিন বেড়েছে কোফর্জ লিমিটেডের। কিন্তু তা সত্ত্বেও কেন এই পতন? এই স্টক কেনাবেচার ব্যাপারে কী পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা?
Coforge Q1 Results
২০২৫-২০২৬ অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে অর্থাৎ এ বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে কোফর্জ লিমিটেডের প্রফিট আফটার ট্যাক্স (PAT)-এর পরিমাণ ৩১৭ কোটি টাকা। যা শেষ কোয়ার্টারের তুলনায় ২১.৫ শতাংশ বেশি এবং গত অর্থবর্ষের প্রথম কোয়ার্টারের তুলনায় ১৩৮.৪ শতাংশ বেশি। এই সংস্থার রেভিনিউ হয়েছে ৩ হাজার ৬৮৯ কোটি টাকা। যা গত অর্থবর্ষের প্রথম কোয়ার্টারের তুলনায় ৫৬.৫ শতাংশ বেশি।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, কি কি সুবিধা পাবেন ? জেনে নিন
Coforge’s Dividend
বুধবার কোফর্জ লিমিটেড নিজের শেয়ারহোল্ডারদের জন্য ইন্টেরিম ডিভিডেন্ডেরও ঘোষণা করেছে। শেয়ার প্রতি ৪ টাকা ডিভিডেন্ড দেবে কোফর্জ। ৩১ জুলাই এই ডিভিডেন্ডের রেকর্ড ডেট।
Coforge Share Price
তথ্যপ্রযুক্তি সংস্থা কোফর্জ লিমিটেডের স্টকের পারফরম্যান্স সাম্প্রতিক অতীতে যথেষ্ট অস্থির রয়েছে। গত ৬ মাসে এই স্টকের দামে অনেকটা পতন হয়েছে। গত এক মাসে সাড়ে ৮ শতাংশের বেশি দাম কমেছে এই সংস্থার। কিন্তু গত এক বছরের হিসাবে প্রায় ৩৫ শতাংশ বেড়েছে এই স্টকের দাম। গত পাঁচ বছরে এই স্টক থেকে ৩৩০ শতাংশ রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা।
Coforge Share: Buy or Sell?
গত কয়েক মাসে পারফরম্যান্স দুর্বল হয়েছে কোফর্জ লিমিটেডের। প্রথম কোয়ার্টারে পজ়িটিভ ফিনান্সিয়াল রেজ়াল্টের পরও শেয়ার দরে পতন হয়েছে। কিন্তু এর পরও একাধিক ব্রোকারেজ সংস্থা এই স্টকের বৃদ্ধি নিয়ে আশাবাদী। মরগ্যান স্ট্যানলি, নোমুরার মতো একাধিক ব্রোকারেজ সংস্থা মনে করছে বর্তমান পরিস্থিতি থেকেই ২৯ শতাংশ বৃদ্ধি হতে পারে এই স্টকের।
মরগ্যান স্ট্যানলি এই স্টকে ‘ওভারওয়েট’ রেটিং বজায় রেখেছে। এই ব্রোকারেজ সংস্থা কোফর্জের টার্গেট প্রাইস রেখেছে ১ হাজার ৮৮০ টাকা। নোমুরা ‘বাই’ রেটিং দিয়েছে এই সংস্থার স্টকে। এর টার্গেট প্রাইস ঠিক করেছে ২ হাজার ১৮০ টাকা।
(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)














