‘আপনার লেকচার শুনব না’, এজলাসে কল্যাণের সঙ্গে নজিরবিহীন বাদানুবাদ বিচারপতির

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : এবার খোদ বিচারপতির সঙ্গেই বাদানুবাদে জড়িয়ে পড়লেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি যেদিকে গড়াল তাতে কল্যাণকে তীব্র ভর্ৎসনার পর মামলাই ছেড়ে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে শুক্রবার অভিযুক্ত দুই পুলিশ অফিসারের জামিন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। শুক্রবার এই মামলায় রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : কীভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার তালিকা ? দেখে নিন

তিনি দাবি করেন, দুই পুলিশ আধিকারিককে সিবিআই প্রথমে সাক্ষী হিসেবে দেখিয়েছিল, পরে হঠাৎ চূড়ান্ত চার্জশিটে তাঁদের অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ, আদালতের নির্দেশ ছাড়াই তাঁদের হেপাজতে নেওয়া হয়েছে, যা আইনসংগত নয়। মামালাকারীর পক্ষের আইনজীবী কল্যাণ এদিন তাঁর মক্কেলদের অন্তর্বর্তী জামিন চেয়ে সওয়াল করেন। আদালত তা দিতে অস্বীকার করে। তারপরই কল্যাণ মন্তব্য করেন, ‘আমাদের বিচারপতিদের কৃপার দিকে তাকিয়ে থাকতে হয়। এটাই দুর্ভাগ্য।’ কল্যাণের মন্তব্যে চরম অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি শুভ্রা ঘোষ। তাঁর মন্তব্য, ‘অনেকক্ষণ ধরে আদালত সম্পর্কে নানান মন্তব্য করছেন। আপনার লেকচার আদালত শুনবে না। আমি এই মামলা ছেড়ে দিচ্ছি। অন্য কোনও বেঞ্চে যান।’

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছিল। সেইসময় ভোট পরবর্তী হিংসায় খুন হন পূর্ব কলকাতার কাঁকুড়গাছির অভিজিৎ। প্রথমে নারকেলডাঙা থানার পুলিশ ওই ঘটনার তদন্ত চালালেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশের থেকে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এদিন শুনানির শুরুতে কল্যাণ সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দাগেন। চার বছর পর হঠাৎ কেন গ্রেপ্তার করল সিবিআই?’ সে প্রশ্ন তোলেন তিনি। এরপরই তাঁর মক্কেলদের অন্তর্বর্তী জামিন চান কল্যাণ। তবে বিচারপতি ঘোষ জানান, আগামী সোমবার থেকে যেহেতু তিনি ১৫ দিন সার্কিট বেঞ্চে থাকবেন, তাই পরের অংশ ১৫ দিন পরে শুনবেন। এই মামলা আজই শেষ করে রায় দেওয়া সম্ভব নয় বলেও জানান বিচারপতি। জানা গিয়েছে, এরপরও কল্যাণ অন্তর্বর্তী জামিনের জন্য বারবার আবেদন করলে রুষ্ট হন বিচারপতি ঘোষ।

আরও পড়ুন : ৮ আগস্টের পর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ! চালু রাখতে এই কাজ করুন

আরও পড়ুন : হার্টের  সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন