দু’দিনের বঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি, পুজো দেবেন দক্ষিণেশ্বরে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : দু’দিনের বঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। আগামী ৩০ ও ৩১ জুলাই দু’দিনের সফরে আসবেন তিনি। ৩০ জুলাই বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামবেন। ভারতীয় বায়ুসেনার MI-17 কপ্টারে কল্যাণীর বিএসএফ হেলিপ্যাডে নামবেন। দুপুরে বিএসএফ অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ সারবেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন : কীভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার তালিকা ? দেখে নিন

সূত্রের খবর, কল্যাণী এইমস-এ সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এরপর বিকেলে কলকাতা বিমানবন্দর পৌঁছোবেন। সেখান থেকে সড়কপথে যাবেন দক্ষিণেশ্বর (Dakshineswar) কালীমন্দিরে। দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। সন্ধ্যার পর রাজভবনে ফিরবেন রাষ্ট্রপতি। রাতে সেখানেই থাকবেন। পরদিন অর্থাৎ, ৩১ জুলাই কয়েকজনের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। এরপর সকাল ১০টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। সেখান থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি (Delhi) ফিরবেন। রাষ্ট্রপতির সফর ঘিরে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ভারতীয় বায়ুসেনা ও রাজ্য পুলিশ এবিষয়ে একযোগে কাজ করছে।

আরও পড়ুন : হার্টের  সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন