ইরানের আদালতে জঙ্গি হানা, এলোপাতাড়ি গুলিতে নিহত ৬, আহত ২২

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ইরানের আদালত ভবনে জঙ্গি হানায় মৃত্যু হয়েছে ৬ জনের। ঘটনায় আহত হয়েছেন ২২ জন। প্রাদেশিক রাজধানী জাহেদানে ঘটনাটি ঘটেছে। সেদেশের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের আদালতে জঙ্গিরা হামলা চালায়। রাজধানী তেহরান থেকে প্রায় ১,২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এলাকাটি।

আরও পড়ুন : এই সব খাবার খেলে নষ্ট হতে পারে লিভার, জেনে নিন !

জইশ আল-আদেল গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। নিহতদের মধ্যে একজন মহিলা এবং শিশু রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তিন জঙ্গিকে খতম করা হয়েছে। ঘটনার পর এলাকা ঘিরে রেখেছে বাহিনী।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি পুলিশ কমান্ডার আলিরেজা দালিরির মতে, হামলাকারীরা দর্শনার্থীর ছদ্মবেশে ভবনে প্রবেশের চেষ্টা করেছিল। তারা ভবনে গ্রেনেড ছোড়ে। এর ফলে ভেতরে থাকা ৬ জন নিহত হয়েছেন। যার মধ্যে শিশু ও মহিলাও রয়েছে।

আরও পড়ুন : কীভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার তালিকা ? দেখে নিন

আরও পড়ুন : হার্টের  সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন