Bangla News Dunia, Pallab : আর চার-পাঁচ দিনের মধ্যেই বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, এমনই দাবি করেছে ওপার বাংলার সংবাদ মাধ্যম। তাদের প্রতিবেদন মোতাবেক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক হয়। সেই বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন ইউনূস।
আরও পড়ুন : এই সব খাবার খেলে নষ্ট হতে পারে লিভার, জেনে নিন !
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের কথায়, ‘প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা, তারিখ ঘোষণা করবেন। দেশে যে অরাজকতা, তার একমাত্র সমাধানের পথ নির্বাচন-এটা সরকার বুঝতে পেরেছে।’ জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, ‘নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন।’
আবার জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস আগামী ফ্রেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলেছেন বৈঠকে। এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান জানিয়েছেন, প্রধান উপদেষ্টাকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেছেন তাঁরা। দেশে নির্বাচিত সরকার থাকলে সন্ত্রাস কমবে বলে তাঁরা মনে করেন।
এদিকে, রাজনৈতিক দলগুলিকে ইউনূস বলেছেন, ‘যখনই আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছি, তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। কিন্তু বাস্তব হল, ষড়যন্ত্র করে গণতন্ত্রের রাস্তা বন্ধ করা যাবে না। কারণ, ফ্যাসিবাদ প্রশ্নে সমস্ত গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে।’ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সমস্ত দলের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।