Bangla News Dunia, Pallab : আমেরিকার মিশিগানে ওয়ালমার্টের স্টোরে ছুরি হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মিশিগান পুলিশ।
আরও পড়ুন : এই সব খাবার খেলে নষ্ট হতে পারে লিভার, জেনে নিন !
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিকেল ৪টা ৪৫ নাগাদ ৪২ বছরের এক ব্যক্তি ওয়ালমার্ট স্টোরে প্রবেশ করে আচমকা ছুরি দিয়ে আশপাশের লোকজনকে কোপাতে থাকে। স্টোরের কর্মী এবং পথচারীরা মিলে অভিযুক্তকে আটক করেন। তবে সে কী উদ্দেশ্যে এমন হামলা চালিয়েছে, তা স্পষ্ট নয়।
মিশিগানের পুলিশ কর্তারা জানিয়েছেন, উত্তর মিশিগানের ট্র্যাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে আচমকা ছুরি হামলায় কমপক্ষে ১১ জন জখম হয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।
গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টি শেরিফের অফিসের তরফে জানানো হয়েছে, বিকেল ৪টা ৪৫ নাগাদ ওই ব্যক্তি ভাঁজ করা ছুরি দিয়ে বেশ কয়েকজনের উপর হামলা চালিয়েছে। দোকানের কর্মীরা হামলাকারীকে ধরতে সাহায্য করেছেন।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। হাসপাতালের মুখপাত্র মেগান ব্রাউন বলেছেন, ‘ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের অবস্থাও গুরুতর। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ ওয়ালমার্টের মুখপাত্র জো পেনিংটন জানিয়েছেন, তাঁরা তদন্তকারী সংস্থাকে সবরকমভাবে সহযোগিতা করছেন।