ভাষা আন্দোলনের সূচনা বোলপুরে, বাংলাভাষীদের উপর আক্রমনের প্রতিবাদে হাঁটবেন মমতা 

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : দু’দিনের সফরে বোলপুর সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন বোলপুরে। এই সফরে রয়েছে বেশ কিছু সরকারি ও রাজনৈতিক কর্মসূচি। কর্মসূচিতে প্রশাসনিক বৈঠক ছাড়াও রয়েছে ভাষা আন্দোলনের একাধিক অনুষ্ঠান। ভিনরাজ্যে বাঙালিকে হেনস্তা এবং বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে ‘ভাষা আন্দোলন’-এর (Bhasha Andolon)সূচনা করবেন রবীন্দ্রনাথের কর্মভূমি থেকে।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন, দেখে নিন সকলের প্রয়োজনীয় গুরুত্বপুর্ন প্রশ্ন-উত্তর

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ১টায় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে শুরু হবে প্রশাসনিক বৈঠক। তার ঠিক এক ঘণ্টা পর, দুপুর ২টোয় লজ মোড় থেকে শুরু হবে মিছিল। শান্তিনিকেতন রোড হয়ে মিছিল যাবে চৌরাস্তা পার করে শ্রীনিকেতন রোড ধরে জামবুনি বাসস্ট্যান্ডে, যেখানে নিজের বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ভাষা আন্দোলনের মিছিলে অংশ নেবেন তৃণমূল কর্মী সমর্থকরা ছাড়াও সমাজের বহু সংস্কৃতিপ্রেমী মানুষ। পথে পথে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা—গান, কবিতা, নাট্যাংশ। এই মিছিলের মূল উদ্দেশ্য, ভিনরাজ্যে যেভাবে বাঙালির উপর বাংলাদেশি সন্দেহে হেনস্তা করা হচ্ছে, সেই সঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতির উপর আঘাত করা হচ্ছে তা মেনে নেবে না পশ্চিমবঙ্গ। ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, বাংলার বাইরে বাঙালিদের উপর হওয়া অবিচারের প্রতিবাদে এবার পথে নামবে তৃণমূল। আজ বোলপুরে সেই ভাষা আন্দোলনের প্রথম সভা।

এদিন কবি জয়দেব রোডে একটি নতুন সেতুর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সেতুর ফলে বীরভূম ও পূর্ব বর্ধমানের মধ্যে সংযোগ আরও মজবুত হবে। প্রায় ৩৩ কিলোমিটার পথ বাঁচবে যাত্রীদের। সোমবার রামপুরহাটেও (Rampurhat) যাবেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রয়াত পিতার পূজিত চাকাইপুর দুর্গা মন্দির উদ্বোধন করবেন। ২৮ জুলাই শ্রাবণ মাসের সোমবার। সেই উপলক্ষে নবনির্মিত এই মন্দিরে মা দুর্গার শৈলমূর্তির উদ্বোধন করবেন তিনি। মন্দিরটি প্রায় ২০০ বছরের পুরনো। গ্রামবাসীদের অনুদানে প্রায় ৫৫ লক্ষ টাকা ব্যয়ে তা নতুনভাবে তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন এই মন্দিরের পুরোহিত।

মঙ্গলবার ইলামবাজারের মিলের মাঠে মোট ৬৫০ কোটি টাকার ৪০০টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এরমধ্যে রয়েছে, সেতু, রাস্তা, পানীয় জল, সোলার পাম্প, সেচ প্রকল্প, সুস্বাস্থ্যকেন্দ্র, অতিরিক্ত শ্রেণী কক্ষ, সাংস্কৃতিক মঞ্চ, মিড-ডে মিলের সেড। এর মধ্যে শুধুমাত্র সেতুর জন্য বরাদ্দ ১১৩ কোটি। এছাড়াও প্রায় ৩০০ কোটি টাকার ২০০টি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে রাস্তা, সুস্বাস্থ্য কেন্দ্র, কবর স্থানের প্রাচীর, অতিরিক্ত শ্রেণী কক্ষ, শ্বেত প্রকল্প, জল জীবন মিশন, কমিউনিটি সোলার গ্রিড, স্ট্রিট লাইট এবং সৌন্দর্যায়ন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন