দূষণ নেই, নির্মল বাতাস, পুজোর ছুটিতে এই ইকো-ফ্রেন্ডলি জায়গাগুলোতে যেতে পারেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জামাকাপড় থেকে গয়না, গোটা বিশ্বজুড়ে পরিবেশবান্ধব জিনিসপত্রের চাহিদা বাড়ছে। এসবের মাঝেই মাথা তুলে দাঁড়াচ্ছে ইকো-ফ্রেন্ডলি ট্যুরিজম। ভ্রমণবিলাসী মানুষ খোঁজ করছেন পরিবেশবান্ধব জায়গার। ভারতবর্ষেও কদর বাড়ছে এই ধরনের জায়গার। যে ভাবে দূষণ বাড়ছে এবং উষ্ণায়ন থাবা বসাচ্ছে, তাতে কয়েকটি দিন বুক ভরে শ্বাস নেওয়া যায়, এমন জায়গা কমে আসছে। তবে বিরল নয়। পুজোর ছুটিতে সতেজ এবং সজীব হয়ে আসতে ঘুরে আসুন তেমন কয়েকটি জায়গা থেকে।

কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান
সিকিমের এই স্থান ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ স্থান হিসাবে স্বীকৃত। সিকিমের ৩০ শতাংশ জায়গা জুড়ে রয়েছে এই ন্যাশনাল পার্ক। গভীর অভয়ারণ্য, পুরোটাই পরিবেশবান্ধব অঞ্চল। নদী, হ্রদ, উপত্যকা, হিমবাহ— প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে। এই উদ্যানে রয়েছে স্নো লেপার্ড, লাল পাণ্ডা, মাস্ক ডিয়ার, হিমালয়ের নীল গাই-এর মতো বিরল প্রাণী।

ঘুরে আসুন সবুজের সমারোহ থেকে
পুজোর পর দার্জিলিং যাবেন? যে জায়গাগুলি না দেখলে সফর অসম্পূর্ণ থেকে যাবে
লাহুল-স্পিতি হিমাচল প্রদেশ
গোটা ভারতের মধ্যে সবচেয়ে কম জনবহুল জেলা। হিমাচল প্রদেশের এই গ্রাম ছবির মতো সুন্দর। এই গ্রামের প্রবেশ পথ কুঞ্জুম পাস, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উপরে। শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাসে নেমে যায়। এই গ্রামে দূষণের চিহ্ন মাত্র নেই। রোদ উঠলে ঝকঝক করে চারিদিক।

খনমা গ্রাম, নাগাল্যান্ড

কোহিমা থেকে ২০ কিলোমিটার দূরত্বে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৩১৮ উঁচুতে খনমা গ্রাম প্রাকৃতিক সংরক্ষণ, ট্রাগোপান অভয়ারণ্যের জন্য বিখ্যাত। ইকো-ফ্রেন্ডলি এই গ্রামের সেরা আকর্ষণ হর্নবিল উৎসব। নাগা জনজাতির সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে এই উৎসব গভীর ভাবে জড়িয়ে।

মাওলাইনং গ্রাম, মেঘালয়

গোটা এশিয়ার সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম এটি। বিশ্বখ্যাত ভ্রমণ বিষয়ক এক ম্যাগাজিন মাওলাইনংকে পরিবেশবান্ধব স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই গ্রামের দূরত্ব শিলং থেকে ৯০ কিলোমিটার দূরত্বে। এই গ্রাম খাসি জনজাতি অধ্যুষিত। ৯০০-১০০০ জনের বাস।

কানহা ন্যাশনাল পার্ক

টাইগার রিজার্ভ ফরেস্ট অর্থাৎ বাঘ সংরক্ষণ অভয়ারণ্য হিলাবে পৃথিবী-বিখ্যাত। প্রচুর সংখ্যক রয়্যাল বেঙ্গল বাঘের উপস্থিতি এই পরিবেশবান্ধ অভয়ারণ্যের সেরা আকর্ষণ। জঙ্গলপ্রেমী হলে এই কানহা ন্যাশনাল পার্ক অনেক অভিজ্ঞতা প্রদান করবে।

আরও পড়ুন:- পোস্ট অফিসের লক্ষ্মীর ভাণ্ডার স্কিম চালু হলো। প্রতিমাসে ১০০০০ টাকা! কিভাবে পাবেন ? জেনে নিন

আরও পড়ুন:- পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম, ৩৩৩ টাকা জমিয়ে পাবেন ১৭ লক্ষ। কিভাবে ? চলুন জেনে নেওয়া যাক

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন