এবার ছোটপর্দায় আসছে ‘লাপাতা লেডিস’-এর গল্প, কবে থেকে দেখতে পারবেন ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘লাপাতা লেডিস’-এর মতো কনে বদলের গল্প এবার ছোট পর্দায় ৷ খুব শীঘ্র আসছে নতুন বাংলা ধারাবাহিক ‘কনে দেখা আলো’ ৷ যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনাকে ৷ রয়েছেন নন্দিনী দত্ত, সোমরাজ মাইতি ও মৈনাক ঢোল ৷

ধারাবাহিকের গল্প অনুযায়ী, শহরের মেয়ে বনলতা ৷ আর গ্রামের মেয়ে লাজবন্তী ৷ ঘটনার পাকেচক্রে বদলে যায় তাদের জীবন । বিয়ের প্রেক্ষাপটে লেখা এই গল্পে অদলবদল হয়ে যায় দু’জনের ভালোবাসার ঠিকানা । ভবিষ্যতে সঠিক আস্তানায় ফেরত গেলেও বোঝা যায় দু’জনেই মনের ঠিকানা ফেলে এসেছে পেছনেই । আর ভালোবাসার বাসা বদল নিয়ে দুই নারীর জীবন বদলে যাওয়ার গল্প হল ‘কনে দেখা আলো’ ।

Kone Dekha Alo

‘কনে দেখা আলো’ ধারাবাহিকের লুকে সাইনা চট্টোপাধ্যায় (ছবি-সংগৃহীত)

ইতিমধ্যে ধারাবাহিকের টিজার সামনে এসেছে ৷ যেখানে সাইনা চট্টোপাধ্যায় ও নন্দিনী দত্তকে কনের সাজে দেখা গিয়েছে ৷ তাঁদের পরনে লাল বেনারসি শাড়ি, মাথায় সোলার মকুট, কপালে লাল টিপ ও কলকা, হাতে আলতা, সিঁথিতে সিঁদুর, কানে দুল, গলায় হার, নাকে নথ ৷ হাতে গাছকৌটো ৷

Kone Dekha Alo

‘কনে দেখা আলো’ ধারাবাহিকের লুকে নন্দিনী দত্ত (ছবি-সংগৃহীত)

‘কনে দেখা আলো’ ধারাবাহিকে গ্রামের মেয়ে লাজবন্তীর চরিত্রে দেখা যাবে সাইনাকে ৷ অন্যদিকে শহরের মেয়ে বনলতার ভূমিকায় অভিনয় করবেন নন্দিনী ৷ এর আগে অভিষেক কন্যাকে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দেখা গিয়েছে ৷ সেখানে সোনার চরিত্রে অভিনয় করে সে ৷ মাঝে পরীক্ষার জন্য বিরতি নেওয়ার পর ফের ‘কনে দেখা আলো’ দিয়ে ধারাবাহিকে ফিরছেন সাইনা ৷ তাঁর বিপরীতে মৈনাক ঢোলকে দেখা যাবে বলেই এখনও খবর পাওয়া যাচ্ছে ৷

Kone Dekha Alo

‘কনে দেখা আলো’ ধারাবাহিকের লুকে সোমরাজ মাইতি (ছবি-সংগৃহীত)

এদিকে, নন্দিনী দত্তের শেষ ধারাবাহিক ছিল দুই শালিক ৷ যেখানে তিতিক্ষা দাসের সঙ্গে যমজ বোনের চরিত্রে দেখা যায় তাঁকে ৷ ‘জুডো ঝিলিক’ ছিল তাঁর চরিত্রে নাম ৷ এবার বনতলা হয়ে ফিরছেন তিনি ৷ তাঁর বিপরীতে দেখা যাবে সোমরাজ মাইতিকে ৷ তাঁর চরিত্রের নাম অনুভব ৷ সোমরাজ তাঁর চরিত্র নিয়ে বেশি কিছু খোলসা না-করলেও ইটিভি ভারতকে বলেন, “অনুভব একটা খুব ভালো পরিবারের ছেলে ৷ ওর নিজের কিছু মূল্যবোধ আছে ৷ সে সকলকে শ্রদ্ধা করে চলে ৷ দায়িত্বশীল ও শক্তিশালী ব্যক্তিত্ব ৷ বাকিটা সময়ের সঙ্গে গল্প যত এগোবে সেই অনুযায়ী চরিত্রটা সামনে আসবে ৷”

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন