ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০, স্থানান্তরিত ৮০,০০০

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : উত্তর চিনে কয়েক দিনের প্রবল বৃষ্টি ও বন্যার কারণে বেজিংয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩০ জন। মঙ্গলবার আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় চিনের রাজধানী থেকে প্রায় ৮০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আরো পড়ুন : কিভাবে করবেন অফলাইন ভোটার ফর্ম পূরণ ? দেখুন সহজ গাইড লাইন

জানা গিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রাকৃতিক দুর্যোগে ‘সর্বাত্মক’ উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন যাতে আর কোনও প্রাণহানি না ঘটে। সূত্রের খবর, প্রায় ১৩০টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বহু রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে।বেজিংয়ে বছরের এই সময়ে এমন আবহাওয়া কিন্তু নতুন নয়। এর আগে ২০১২ সালের জুলাই মাসে বন্যার কারণে ৭৯ জনের মৃত্যু হয়েছিল, যা এখন পর্যন্ত এই এলাকার সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বিবেচিত।

বর্তমান পরিস্থিতিও খুব খারাপের দিকেই যাচ্ছে। মঙ্গলবারও বেজিং এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি যতোটা সম্ভব এড়ানোর চেষ্টাই চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন : ‘ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়’, বিএলও’দের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন