Bangla News Dunia, Pallab : বীরভূমের জেলার ইলামবাজারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে বাংলাকে বঞ্চনা ও ভিনরাজ্যে বাঙালি হেনস্তা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে তিনি নিশানা করেছেন কেন্দ্রের বিজেপি সরকারকে। মমতা বলেন, ‘তিন-চার বছর ধরে বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলার বাড়ি প্রকল্পে আমরা ২৮ লক্ষ বাড়ি করে দিচ্ছি। কেন্দ্রীয় সরকার আবাস প্রকল্পের টাকা বাংলাকে দেয় না। আমাদের টাকা অন্য রাজ্যকে দিচ্ছে। বাংলার বঞ্চনা মানব না।’
আরো পড়ুন : কিভাবে করবেন অফলাইন ভোটার ফর্ম পূরণ ? দেখুন সহজ গাইড লাইন
বাংলাও কোনও ঘটনা ঘটলে কেন্দ্রের বিভিন্ন কমিশন এরাজ্যে। এনিয়ে এদিন কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, ‘এখানে টিকটিকি কামড়ালেও কমিশন আসে। মহিলা কমিশন, হিউম্যান রাইটস কমিশন, মাইনরটি কমিশন। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওডিশায় যখন মেয়েদের জীবন্ত পুড়িয়ে মারে, তখন ক’টা কমিশন যায়। একটাও কমিশন যায় না। বাংলায় কথা বলার অপরাধে যখন লোকজনকে মারধর করা হয়, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, জল-বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় তখন ক’টা কমিশন যায়।’
মমতার তোপ, ‘বাংলা কাজ করছে বলে, বাংলার মানুষ বুদ্ধিমান বলে, বাংলায় প্রতিভা আছে বলে যত অত্যাচার বাংলা ভাষার উপর। আমরা এটা মানছি না মানব না।’ ভিনরাজ্যে কর্মরত এরাজের পরিযায়ী শ্রমিকদের ফিরে আসারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলায় কাজের অভাব নেই। ওরা (পরিযায়ী শ্রমিক) যদি ফিরে আসতে চায়, ওদের গাড়ি ভাড়ার ব্যবস্থা আমরা করে দেব।’
আরও পড়ুন : ‘ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়’, বিএলও’দের নির্দেশ মুখ্যমন্ত্রীর