মাত্র ২০ হাজারেই এই দেশ ঘুরে আসা সম্ভব , কী ভাবে প্ল্যান করতে হবে? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  নিজের দেশ গোটা ঘোরা হোক বা না হোক, বিদেশ দেখার স্বপ্ন সব মধ্যবিত্ত বাঙালির রয়েছে। কিন্তু সবার পক্ষে বিদেশের ভ্রমণের খরচ কুলিয়ে ওঠা যায় না। আজকাল ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কাজ়াখাস্তানের মতো দেশ অনেকেই ঘুরতে যাচ্ছেন। সেখানেও ৫০ হাজার থেকে ১ লাখ টাকার কাছাকাছি খরচ। তবে পকেটে ২০ থেকে ৩০ হাজার টাকা থাকলেও বিদেশ ভ্রমণ সম্ভব। এর জন্য বেছে নিতে হবে নেপালকে। নেপালে খুব সস্তায় ঘোরা যায়, তবে কিছু টিপস কাজে লাগাতে হবে।

হিমালয়ের কোলে অবস্থিত এই দেশে পাহাড়প্রেমীদের জন্য স্বর্গোদ্যান। ভারতীয়রা খুব কম খরচেই ঘুরে দেখতে পারেন নেপাল। এমনকী যাঁরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, কম খরচে ট্রেক করার জন্যও এই দেশ একেবারে পারফেক্ট। তবে কোন টোটকা কাজে লাগিয়ে নেপাল ভ্রমণের খরচ কমাবেন, জেনে রাখুন।

ডিরেক্ট ফ্লাইট এড়িয়ে চলুন

নেপাল যদি ডিরেক্ট ফ্লাইটে যান, সেখানেই যাতায়াত নিয়ে ৩০ হাজারের বেশি খরচ হয়ে যাবে। দিল্লি থেকে কাঠমাণ্ডুর ডিরেক্ট ফ্লাইট রয়েছে, যার খরচ প্রায় ১২ হাজার টাকা। নেপালের যে সব অন্তর্বর্তী বিমান রয়েছে, সেগুলোর খরচ পড়ে ৪-৫ হাজার টাকা। তাই চেষ্টা করুন ট্রেনে বা গাড়িতে করে সীমান্ত পার হওয়ার। কলকাতা থেকে রক্সৌল-বীরগঞ্জ, পানিট্যাঙ্কির মতো জায়গা দিয়ে সীমান্ত পার করে নিন। তার পরে বাসে চেপে পৌঁছে যান কাঠমাণ্ডু বা পোখরা। কাঠমাণ্ডু ঘুরে থেকে পোখরা যেতে চাইলে অন্তর্বর্তী বিমান পরিষেবার সুবিধা নিতে পারেন। এতে হিমালয়ের এক অপূর্ব সুন্দর দৃশ্যও উপভোগ করতে পারবেন।

হোটেল ছেড়ে হোস্টেল বেছে নিন

নেপালের বিভিন্ন পর্যটন কেন্দ্রে অজস্র থাকার জায়গা রয়েছে। এমনকী নেপালের প্রত্যন্ত এলাকায় ট্রেকে গেলেও টি হাউসের সুবিধা পাবেন। তবে চেষ্টা করুন কাঠমাণ্ডু, পোখরার মতো শহরে হোস্টেলে থাকার। মাত্র ৩০০-৪০০ টাকাতেই রাত কাটাতে পারবেন। টি হাউসে থাকা-খাওয়ার খরচ আলাদা হয়।

লোকাল ট্রান্সপোর্ট ভাড়া করুন

নেপালে বাস ও টাক্সির পরিষেবা পেয়ে যাবেন। এ ছাড়া শহর ঘুরে দেখার জন্য স্কুটার, বাইক ও সাইকেল ভাড়া পাওয়া যায়। ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যেই এগুলোর ভাড়া হয়। এমনকী বাসের ভাড়াও এখানে খুব কম।

স্থানীয় খাবার খান

কাঠমাণ্ডু, পোখরাতে বিদেশি পর্যটকদের ভিড় বেশি হওয়ায় এখানে প্রচুর ক্যাফে, বার ও রেস্তোরাঁ পেয়ে যাবেন। কিন্তু সেখানে খাবারের দামও তুলনামূলক বেশি। তাই চেষ্টা করুন স্থানীয় খাবার স্থানীয় দোকান থেকে খাওয়ার। নেপালে ডাল-ভাত সবচেয়ে সস্তা এবং সবচেয়ে সুস্বাদু খেতে।

লোকাল ট্রাভেল এজেন্সি বেছে নিন

সীমান্ত থেকে কারেন্সি এক্সচেঞ্জ করালে সবচেয়ে ভালো রেট পাবেন। কাঠমাণ্ডু, পোখরার মতো শহরে কারেন্সি এক্সচেঞ্জ না করানোই ভালো। তবে নেপাল ঘুরে দেখার জন্য লোকাল এজেন্সির উপরই ভরসা রাখুন। নেপালের যে কোনও মার্কেট প্লেসে একাধিক ট্রাভেল এজেন্সির দোকান পেয়ে যাবেন। তাদের সঙ্গে কথা বলে বানিয়ে ফেলুন নেপাল ঘোরার প্ল্যান। এতে খরচও কম হবে। নেপালে ট্রেকিংয়ের প্ল্যান করলেও এই লোকাল ট্রাভেল এজেন্সিগুলোর উপর ভরসা রাখতে পারেন।

আরও পড়ুন:- ৮ আগস্টের মধ্যে KYC না করলেই ফ্রিজ হবে অ্যাকাউন্ট! সতর্ক করল এই ব্যাঙ্ক

আরও পড়ুন:- ডিম কীভাবে খেলে পুষ্টি সবচেয়ে বেশি পাবেন ? কি বলছেন পুষ্টিবিদরা জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন