WBSSC আবেদন সংশোধনের নতুন নোটিশ প্রকাশিত, দেখুন বিস্তারিত !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। যে সকল আবেদনকারী সম্প্রতি ফর্ম পূরণের সময় কোনো ভুল তথ্য দিয়েছেন, তারা এবার সেই ভুল তথ্য সংশোধনের সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন : পেনশন না থাকলেও দুশ্চিন্তা নেই, LIC-এর এই ৪ স্কিম নিশ্চিত করবে অবসর জীবন

কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে সংশোধনের কাজ সম্পন্ন করতে হবে। সময়সীমা শেষ হয়ে গেলে আর কোনো সংশোধনের সুযোগ দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ ৩০ জুলাই ২০২৫ থেকে ৩ আগস্ট ২০২৫ পর্যন্ত সময়ের মধ্যে আবেদনকারীরা নিজেদের ফর্মে ভুল তথ্য সংশোধন করতে পারবেন। নির্ধারিত এই সময়সীমার মধ্যেই সংশোধনের কাজ সম্পন্ন করতে হবে।

আজ WBSSC-এর তরফ থেকে একটি নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে যে, নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদনকারীদের ফর্মে থাকা ভুল তথ্য সংশোধন করতে হবে। আবেদনকারীরা তাদের নাম, জন্মতারিখ, লিঙ্গ, এবং ফটো ও সিগনেচার অনলাইনের মাধ্যমে আপডেট বা সংশোধন করতে পারবেন।

WBSSC-এর তরফ থেকে যে নিয়োগ করা হচ্ছে – সেখানে ক্লাস IX-X স্তরে মোট ২৩,২১২টি শূন্যপদে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। অপরদিকে, ক্লাস XI-XII স্তরে রয়েছে ১২,৫১৪টি শূন্যপদ। আর এই নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ২১ জুলাই ২০২৫ তারিখে।

এছাড়াও, ২৪ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে WBSSC-এর তরফ থেকে পরীক্ষার তারিখ ও সময় জানানো হয়েছে।

  • ক্লাস IX-X স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২টা থেকে।
  • ক্লাস XI-XII স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২টা থেকে।
  • পরীক্ষার জন্য নির্ধারিত সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন