Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জ্যোতিষ অনুযায়ী প্রতিটি রাশি শরীরের কোনও না সমস্যায় পরে। তাই রাশি অনুযায়ী দেখে নিন কোন রাশির কি সমস্যা হতে পারে।
১. মেষ রাশির জাতকদের মধ্যে শক্তির ভারসাম্য নষ্ট হলে মাইগ্রেন, আত্মবিশ্বাসের অভাব, নাক দিয়ে জল পড়া, সাইনাস, ত্বকের সমস্যা, এগ্জিমা, চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।
উপায় – শক্তির ভারসাম্য পুনঃস্থাপিত করতে নিজেকে ভালো ভাবে চিনুন, মনের কথা শুনুন এবং জীবনে এগিয়ে যান। ছোটখাটো বিষয় উপেক্ষা করে যান। আশপাশের লোকেদের ওপর মনোনিবেশ করুন এবং আনন্দে থাকুন।
২. বৃষ রাশির ক্ষেত্রে গলা, ঘাড় এবং এগুলির সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যা যেমন থায়রয়েড, টনসিল, কাঁধ ইত্যাদির সঙ্গে বৃষ রাশি জড়িত।
উপায় – কোনও জটিলতা শেষ না-হলে নিজের সমস্ত শক্তি গলায় কেন্দ্রীভূত করে ভারসাম্য বজায় রখার চেষ্টা করেন। নীল ক্রিস্টলের সাহায্য নিতে পারেন। সঙ্গীতকলায় রুচিও রাখতে পারেন।
৩. মিথুন রাশির ক্ষেত্রে মস্তিষ্ক, চিন্তাধারা, অভিব্যক্তির ক্ষমতা, বাহু ও হাতের প্রতিনিধিত্ব করে এই রাশি। এমন ব্যক্তিরা লেখক ও বক্তা হন। তবে শক্তির ভারসাম্য হারালে এই রাশির জাতকদের চিন্তাধারা নষ্ট হয়, এঁরা বিভ্রান্ত হয়ে পড়েন অভিব্যক্তিতে ভয়, ভাবনা চিন্তা না-করেই কিছু বলে দেওয়া।
উপায় – সমস্যা থেকে বাঁচতে ধ্যান করা বা ডায়রি লেখা উচিত। এর ফলে মন শান্ত হবে।
৪. কর্কট রাশির ক্ষেত্রে বুক এবং হৃদয় এই রাশির আধিপত্য থাকে। এই রাশির জাতকরা সত্যতার সঙ্গে নিজের মনোভব ব্যক্ত করতে পারেন।
উপায় – উন্মুক্ত স্থানে বসে প্রাণায়াম করুন। সহজ ব্যয়াম করা যায়। এ ছাড়াও সকলের সঙ্গে মেলামেশা করা, কথা বলা, নিজেকে ভালোবাসতে শিখতে হবে।
৫. সিংহ রাশির হৃদয়ে আধিপত্য বিস্তারের পাশাপাশি পিঠ ও কাঁধের সঙ্গে এই রাশি সম্পর্কযুক্ত। নিজের ওপর বিশ্বাস রেখে শিখতে শিখতে এগিয়ে যান। মনের অনুভূতি ব্যক্ত করতে সমস্যা, আত্মবিশ্বাসের অভাব, লাজুক ও ভীতু হওয়ার সম্ভাবনা থাকে।
উপায় – নৃত্যশিল্প, কবিতা, অভিনয় ইত্যাদির সঙ্গে জড়িয়ে পড়লে শক্তির ভারসাম্য স্থাপন করা যেতে পারে। যোগব্যায়াম করতে পারেন। নিজের অনুভূতি ব্যক্ত করতে শিখুন।
৬. কন্যা রাশির পেট ও পাচন তন্ত্রের ওপর সমস্যা করে। সূক্ষ্ম বিষয় নজর রাখেন এই রাশির জাতকরা। আবার জেদিও হন।
উপায় – শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য মাথা ঠান্ডা রাখুন। টেশন, শিল্পীসুলভ আচরণ, ব্যায়াম করুন। স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে থাকুন।
” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “