বাজার ছেয়েছে প্লাস্টিকের ডিমে, নকল ডিম চিনতে পারার সহজ এই টেকনিকটা জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাজার থেকে কিনে আসল ভেবে নকল প্লাস্টিকের ডিম খেয়ে নেবেন, ধরতেই পারবেন না। সহজ ট্রিকস শিখুন।

বাজার ছেয়েছে নকল, ভেজালে ডিমও।

বাড়িতে ডজন ডজন প্লাস্টিকের ডিম কিনে আনছেন, কিন্তু বুঝতেও পারছেন না। এদিকে খেয়ে ফেলেন। বাড়ির বাচ্চাদেরও খাওয়াচ্ছেন। 

এই মারাত্মক ক্ষতির আগে জেনে নিন প্লাস্টিকের ডিম চেনার কৌশল। আর আসল ডিম কিনে আনুন।

প্রথমে ডিমের খোসা দেখুন, এটি কিছুটা রুক্ষ হবে এবং আসলটিতে ন্যাচারাল ফিল থাকে৷ 

আরও পড়ুন:- প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বাদ পড়বেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকা। কলকাতা হাইকোর্টের নির্দেশ জেনে নিন

কিন্তু নকল ডিমের খোসা অনেক বেশি চকচকে ও মসৃণ প্রকৃতির হয়ে থাকে৷

আসল ডিমের ওজন খানিকটা ভারি হয়৷ কিন্তু নকল ডিম অনেকটাই হালকা হয়৷

একটি পাত্রে জল নিন, তাতে ডিম দিন, ডিম জলে ডুবে গেলে তা আসল। নকল ডিম ভাসতে থাকে৷

ডিম ঝাঁকিয়ে দেখবেন, যদি ডিমের ভিতর থেকে শব্দ শোনা যায়, তাহলে বুঝবেন ডিমটি আসল৷ নকল ডিম হলে, ফাঁপা হওয়ার কারণে তা কোনও রকম শব্দ করে না।

আরও পড়ুন:- কৃষকদের জন্য সুখবর, রাজ্য দিচ্ছে ২৯৩০ কোটি টাকা, কৃষকদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে ? জেনে নিন

আরও পড়ুন:- মাত্র ২০ হাজারেই এই দেশ ঘুরে আসা সম্ভব , কী ভাবে প্ল্যান করতে হবে? জেনে নিন

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন