Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাজার থেকে কিনে আসল ভেবে নকল প্লাস্টিকের ডিম খেয়ে নেবেন, ধরতেই পারবেন না। সহজ ট্রিকস শিখুন।
বাজার ছেয়েছে নকল, ভেজালে ডিমও।
বাড়িতে ডজন ডজন প্লাস্টিকের ডিম কিনে আনছেন, কিন্তু বুঝতেও পারছেন না। এদিকে খেয়ে ফেলেন। বাড়ির বাচ্চাদেরও খাওয়াচ্ছেন।
এই মারাত্মক ক্ষতির আগে জেনে নিন প্লাস্টিকের ডিম চেনার কৌশল। আর আসল ডিম কিনে আনুন।
প্রথমে ডিমের খোসা দেখুন, এটি কিছুটা রুক্ষ হবে এবং আসলটিতে ন্যাচারাল ফিল থাকে৷